সুজুকি বাংলাদেশে লঞ্চ করল - সুজুকি লাইফ স্টাইল স্টোর!
This page was last updated on 30-Jul-2024 02:29am , By Arif Raihan Opu
সুজুকি বাংলাদেশ গত ২৬.০২.২০২২ তারিখে উদ্বোধন করল তাদের নতুন লাইফস্টাইল শো-রুম “সুজুকি লাইফ স্টাইল স্টোর”। সুজুকি প্রথমবারের মত বাংলাদেশে তাদের এই লাইফ স্টাইল শো-রুম বাংলাদেশে উদ্বোধন করেছে।
সুজুকি বাংলাদেশে লঞ্চ করল - সুজুকি লাইফ স্টাইল স্টোর!
গত ২৬.০২.২০২২ তারিখে শেফ’স টেবিল কোর্ট সাইড এ সুজুকি তাদের লাইফ স্টাইফ শো-রুমটি লঞ্চ করা হয়। লঞ্চিং প্রোগ্রামে সুজুকির উর্ধ্বতন কর্মকর্তাসহ সুজুকি মোটরসাইকেল রাইডাররা উপস্থিত ছিলেন।


সুজুকির এই লাইফ স্টাইল স্টোরটি ঠিকানা হচ্ছে, সুজুকি লাইফ স্টাইল স্টোর, শেফ’স টেবিল কোর্টসাইড, ১০০ ফিট, ইউনাইটেড সিটি, মদিনা এভিনিউ।

সুজুকির এই লাইফস্টাইল শোরুম তৈরি করা উদ্দেশ্য হচ্ছে কাস্টোমারদের আরও ভাল সার্ভিস প্রদান করা। কারণ এই লাইফ স্টাইল শোরুমে কাস্টোমার তাদের বাইক রাইডের জন্য যেসকল এক্সেসরিজ দরকার হয় তার সব কিছু এক জায়গাতে পেয়ে যাবেন।


বাইকারদের বাইক ক্রয়ের সাথে সাথে দরকার হয় কিছু এক্সেসরিজ। এই সকল এক্সেসরিজ এর ভেতর রয়েছে হেলমেট, গ্লাভস, রাইডিং জ্যাকেট, রাইডিং বুট, ব্যাগসহ অনেক কিছু।
এই সব এক্সেসরিজ আপনি এক সাথে এই লাইফ স্টাইল শোরুম থেকে ক্রয় করতে পারবেন। এতে করে আপনার অন্য কোন শোরুম বা দোকানে যেতে হবে না। আপনি একই সাথে সব কিছু এক জায়গাতে পেয়ে যাবেন।
আমরা আশা করছি “সুজুকি লাইফ স্টাইল স্টোর” এ অনেক উন্নত মানের ও ব্র্যান্ডের মোটরসাইকেল এক্সেসরিজ পাওয়া যাবে। এতে করে বাইকাররা অনেক বেশি উপকৃত হবেন, কারণ এখানে তাদের পছন্দের ব্র্যান্ডের সকল পণ্য পাবেন বলেই আমরা আশা রাখি।

“সুজুকি লাইফ স্টাইল স্টোর” এর লঞ্চিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও গায়ক মাহতিম সাকিব। এছাড়া বাইকবিডি ডট কম এর ফাউন্ডার ও সিইও শুভ্র সেন এবং টিম বাইকবিডিও এই ইভেন্ট উপস্থিত ছিল।
আমরা আশা করছি “সুজুকি লাইফ স্টাইল স্টোর” সুজুকির কাস্টোমারদের জন্য অনেক সহায়ক হবে। এতে করে তারা বাইক ক্রয়ের সাথে সাথে তারা এক্সেসরিজ কেনার ঝামেলা থেকে মুক্তি পাবে এবং কম খরচে অনেক উন্নত মানের এক্সেসরিজ ক্রয় করতে পারবেন।
 
    
 
           
                     
 
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                