লং রাইডে বাইক চালানোর সময় যে ভুলগুলো এড়িয়ে চলা উচিত

This page was last updated on 13-Sep-2025 10:50pm , By Rafi Kabir

দীর্ঘ যাত্রা (Long Ride) বাইকারদের জন্য এক দারুণ অভিজ্ঞতা। হাইওয়েতে বাইকের গতি, নতুন জায়গা দেখা, আর নিজের বাইক নিয়ে মাইলের পর মাইল ছুটে চলা এই ফিলিংস অন্য কিছুর সঙ্গে মেলে না।

তবে excitement এর পাশাপাশি কিছু common mistake আছে, যেগুলো অনেক বাইকার অজান্তেই করে বসেন। আর এই ভুলগুলো শুধু যাত্রার আনন্দ নষ্টই করে না, কখনও কখনও বিপদও ডেকে আনে। তাই চলুন জেনে নেই দীর্ঘ যাত্রায় বাইক চালানোর সময় কোন ভুলগুলো একেবারেই এড়িয়ে চলা উচিত।

বাইক চেক আপ না করা 

অনেক রাইডার তাড়াহুড়ায় long ride এ বেরিয়ে পড়েন, কিন্তু bike check-up করেন না। এটা সবচেয়ে বড় ভুল।

  • Engine oil level
  • Brake system (front & rear)
  • Tire pressure ও grip
  • Chain lubrication
  • Lights (Headlight, Indicator, Brake light)

এসব ভালোভাবে চেক করা জরুরি। কারণ ছোট একটা অসাবধানতা বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে।

সেফটি গিয়ার ব্যবহার না করা

অনেকেই ভাবে ছোট রাইডে তো কিছু হয়নি, long ride এও হবে না এটা ভুল। Long ride এ protective gear গুলো life saver হতে পারে।

  • Proper Helmet (DOT বা ECE certified)
  • Riding Jacket
  • Gloves
  • Knee Guard বা Riding Pant
  • Riding Boots

মনে রাখবেন, সেফটি গিয়ার শুধু স্টাইলের জন্য নয়, আপনার নিরাপত্তার জন্য।

ওভার স্পিড (Over Speeding)

Highway এ বাইক চালানোর সময় স্পিড লিমিট মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই thrill এর জন্য over speed করেন, কিন্তু মনে রাখবেন long ride এ একটা নির্দিষ্ট গতি (consistent speed) মেইনটেইন করে চালানো অনেক বেশি ভালো।

৬০-৮০ km/h এর মধ্যে চালানো safe এবং mileage-friendly।

বিশ্রাম না নেওয়া

একটানা ৪-৫ ঘণ্টা বাইক চালানো শরীরের জন্য ভালো না। ক্লান্তি খুব দ্রুত চলে আসে।

  • প্রতি ১.৫ থেকে ২ ঘণ্টা পর ১০-১৫ মিনিটের break নিন।
  • পানি খান, শরীর hydrate রাখুন।
  • Stretching করুন, যাতে body relax থাকে।

Navigation এ Depend না করা

Google Maps অনেক সময় সাহায্য করে, কিন্তু পুরোপুরি depend করা উচিত না। অনেক জায়গায় network problem বা wrong route দেখাতে পারে। আগে থেকেই route সম্পর্কে সাধারন ধারনা রাখুন। আর দরকার হলে offline map download করে নিন।

অতিরিক্ত জিনিস বা কম জিনিস নেওয়া

Long ride মানেই অনেক জিনিস নিতে হবে এমনটা ভেবে অনেকেই অযথা জিনিস প্যাক করেন। আবার কেউ কেউ প্রয়োজনীয় জিনিসও নেন না।

  • Carry করুন: Raincoat, First Aid Kit, Power Bank, কিছু snacks & পানি।
  • Avoid করুন: Extra heavy bag, অপ্রয়োজনীয় কাপড়।

শরীর এর দিক বিবেচনা না করা

শরীরই আসল energy source Long ride এ যদি শরীরের যত্ন না নেন, তাহলে জার্নি ইঞ্জয় করা সম্ভব নয়।

  • Empty stomach এ ride করবেন না।
  • খুব heavy খাবার খাওয়ার পর সাথে সাথেই ride শুরু করবেন না।
  • Sleep অবশ্যই ৬ ৭ ঘণ্টা হতে হবে।

Long ride একটা adventure, কিন্তু এর সঙ্গে responsibility ও আছে। বাইক চেক আপ, সঠিক গিয়ার ব্যবহার, সময়মতো রেস্ট , আর সেফ স্পিড বজায় রাখা এসব ছোট ছোট বিষয়ই আপনার যাত্রাকে আরো সুন্দর ও স্মরনীয় করে তুলবে।

মনে রাখবেন, reach safe, ride smart। আপনার গন্তব্য যতই সুন্দর হোক, সেখানকার পথে নিরাপদে পৌঁছানোই আসল।