১ লাখ টাকার মধ্যে বাইক কি কি আছে ? জানুন ৩১ টি বাইক সম্পর্কে
This page was last updated on 18-Nov-2023 12:54pm , By Ashik Mahmud Bangla
বর্তমান সময়ে শান্তিতে চলাচল করার জন্য বাইক অনেক প্রয়োজনীয় একটা জিনিস। একটা সময় ছিলো যখন বাইক সৌখিনতার বাহন ছিলো , কিন্তু বর্তমানে বাইক জীবিকা এবং প্রয়োজনের একটা বাহন। নিজের একটা বাইক থাকবে এই স্বপ্ন অনেকের আছে , কিন্তু বাস্তবতা অনেক সময় ইচ্ছা থাকার পরও আমাদের সখগুলোকে পূরণ করার সুযোগ দেয় না। আজ আমি আপনাদের সাথে ১ লাখ টাকার মধ্যে বাইক কি কি আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
১ লাখ টাকার মধ্যে বাইক কি কি আছে ?
1- Honda Dream 110
Honda Bike কোম্পানির Honda Dream 110 আমাদের দেশে বেশ পরিচিত একটা বাইক। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.25 BHP পাওয়ার এবং 9.09 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন।
2- Suzuki Hayate
Suzuki Bike কোম্পানির Suzuki Hayate বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার মধ্যে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.25 BHP পাওয়ার এবং 8.8 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 55 Kmpl মাইলেজ পাবেন।
3- Suzuki Hayate Special Edition
Suzuki কোম্পানির Suzuki Hayate Special Edition বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার মধ্যে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.3 BHP পাওয়ার এবং 8.8 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 55 Kmpl মাইলেজ পাবেন।
4- Hero Splendor Plus
Hero Bike কোম্পানির Hero Splendor Plus বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার মধ্যে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 100 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.2 BHP পাওয়ার এবং 8.05 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 45 Kmpl মাইলেজ পাবেন।
5- Hero HF Deluxe
Hero HF Deluxe বাইকটি আপনি ১ লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন, ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.2 BHP পাওয়ার এবং 8.05 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 50 Kmpl মাইলেজ পাবেন।
6- TVS Metro
TVS Bike কোম্পানির TVS Metro বাইকটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন, ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.3 BHP পাওয়ার এবং 7.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 50 Kmpl মাইলেজ পাবেন।
7- TVS XL 100 Comfort
বর্তমান সময়ে আমাদের দেশের বাজারে ডেলিভারি ম্যান চাকরি জন্য TVS XL সিরিজটি বেশ জনপ্রিয়। এর প্রধান কারন হচ্ছে TVS XL 100 Comfort মাইলেজ বেশ ভালো এবং এই বাইকটিতে করে আপনি অনেক ব্যাগ বহন করতে পারবেন।
8- TVS XL 100 i-Touch
TVS কোম্পানির TVS XL 100 i-Touch বাইকটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 4.3 BHP পাওয়ার এবং 6.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 55 Kmpl মাইলেজ পাবেন।
9- TVS XL 100
TVS কোম্পানির TVS XL 100 বাইকটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 4.3 BHP পাওয়ার এবং 6.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন।
10- Bajaj CT 100 ES
Bajaj Bike কোম্পানির Bajaj CT 100 ES বাইকটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.6 BHP পাওয়ার এবং 8.24 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 55 Kmpl মাইলেজ পাবেন।
11- Lifan Glint 100
Lifan Motorcycle কোম্পানির Lifan Glint 100 বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার মধ্যে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 100 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.04 BHP পাওয়ার এবং 7.8 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 50 Kmpl মাইলেজ পাবেন।
12- Victor-R Classic 100
Victor-R Classic 100 বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার মধ্যে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 100 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.04 BHP পাওয়ার এবং 7.8 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন।
13- Victor R V80 Xpress
Victor R V80 Xpress বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার মধ্যে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 80 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 6 BHP পাওয়ার এবং 4.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 50 Kmpl মাইলেজ পাবেন।
14- Runner Royal Plus V2
Runner Bike কোম্পানির Runner Royal Plus V2 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.04 BHP পাওয়ার এবং 7.8 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 50 Kmpl মাইলেজ পাবেন।
15- Runner Kite Plus
Runner এর Runner Kite Plus বাইকটিতে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 6.43 BHP পাওয়ার এবং 7 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 45 Kmpl মাইলেজ পাবেন।
16- Runner F100-6A
Runner এর Runner F100-6A বাইকটিতে ব্যবহার করা হয়েছে 100 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 6.97 BHP পাওয়ার এবং 6.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 55 Kmpl মাইলেজ পাবেন।
17- Runner AD 80s Deluxe
Runner এর Runner AD 80s Deluxe বাইকটিতে ব্যবহার করা হয়েছে 80 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 6.14 BHP পাওয়ার এবং 5.7 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 55 Kmpl মাইলেজ পাবেন।
18- Runner AD-80S
Runner এর Runner AD-80S বাইকটিতে ব্যবহার করা হয়েছে 80 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 6.14 BHP পাওয়ার এবং 5.7 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 60 Kmpl মাইলেজ পাবেন।
19- Runner Cheeta
Runner এর Runner Cheeta বাইকটিতে ব্যবহার করা হয়েছে 100 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 6.97 BHP পাওয়ার এবং 6.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 45 Kmpl মাইলেজ পাবেন।
20- Runner Bike RT
Runner কোম্পানির Runner Bike RT বাইকটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 80 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 5.9 BHP পাওয়ার এবং 5.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই বাইকটি থেকে আপনি 50 Kmpl মাইলেজ পাবেন।
21- Zaara Digital V2
Zaara Digital V2 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.7 BHP পাওয়ার এবং 7.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির মাইলেজ 50 Kmpl এবং বাইকটিতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।
22- Zaara 100
Zaara 100 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 100 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 5.9 BHP পাওয়ার এবং 7.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির মাইলেজ 60 Kmpl এবং বাইকটিতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।
23- H Power Super R
H Power Super R স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে 100 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 5.9 BHP পাওয়ার এবং 6.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে স্কুটারের মাইলেজ 55 Kmpl এবং তবে এই স্কুটারে টিউবলেস টায়ার ব্যবহার করা হয় নি।
24- H Power Zaara DD80
H Power Zaara DD80 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 80 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 5.9 BHP পাওয়ার এবং 7.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির মাইলেজ 50 Kmpl এবং এই বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।
25- H Power Star 80
H Power Star 80 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 80 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 2.7 BHP পাওয়ার এবং 3 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির মাইলেজ 60 Kmpl এবং এই বাইকে টিউব টায়ার ব্যবহার করা হয়েছে।
26- PHP Super 125
PHP Super 125 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 125 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 10.1 BHP পাওয়ার এবং 9.4 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির মাইলেজ 40 Kmpl এবং এই বাইকে টিউব টায়ার ব্যবহার করা হয়েছে।
27- Pegasus Victory 100
Pegasus Victory 100 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 100 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 5.7 BHP পাওয়ার এবং 6.2 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির মাইলেজ 55 Kmpl এবং এই বাইকে টিউব টায়ার ব্যবহার করা হয়েছে।
28- Pegasus Victory 80
Pegasus Victory 80 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 80 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 4.6 BHP পাওয়ার এবং 4.5 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির মাইলেজ 50 Kmpl ।
29- Atlas Zongshen ZS 110-72
Atlas Zongshen Bike কোম্পানির Atlas Zongshen ZS 110-72 স্কুটারে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.2 BHP পাওয়ার এবং 8.2 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই স্কুটার থেকে আপনি 35 Kmpl মাইলেজ পাবেন।
30- Atlas Zongshen ZS 110-56
Atlas Zongshen ZS 110-56 স্কুটারে ব্যবহার করা হয়েছে 110 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.2 BHP পাওয়ার এবং 8.2 NM টর্ক উৎপন্ন হয়। কোম্পানির মতে এই স্কুটার থেকে আপনি 40 Kmpl মাইলেজ পাবেন।
31- Atlas Zongshen ZS 80
Atlas Zongshen ZS 80 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 80 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.7 BHP পাওয়ার উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির মাইলেজ 35 Kmpl ।
বর্তমানে আপনি কি বাইক ব্যবহার করছেন ? কমেন্টে জানান। বাইকের মূল্য যে কোন সময়ে পরিবর্তন হতে পারে , তাই সকল বাইকের আপডেট মূল্য জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
ধন্যবাদ।