রয়েল এনফিল্ড রাইডাদের নিয়ে বাংলাদেশে প্রথম বারের মত আয়োজিত হল "রয়েল এনফিল্ড রাইড আউট ২০২৫"

This page was last updated on 18-Aug-2025 09:49am , By Raihan Opu Bangla

বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড Royal Enfield প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করেছে তাদের জনপ্রিয় “Royal Enfield Rideout 2025” ইভেন্ট। ইভেন্টে অংশ নেন প্রায় ১৪০ জন রাইডার, যাদের মধ্যে ছিলেন বিভিন্ন মোটরসাইকেল ক্লাবের সদস্য, নতুন এবং অভিজ্ঞ বাইকাররা।

রয়েল এনফিল্ড রাইড আউট ২০২৫

royal-enfield-rideout-august-2025

ঢাকার তেজগাঁও এ অবস্থিত Royal Enfield - এর ফ্ল্যাগশিপ শোরুম থেকে রাইড শুরু হয়, প্রথমে সবাই সেখানে একসাথে হয় তারপর সেখান থেকে সবাই একসাথে রাইড শুরু করে। গন্তব্য ছিল পূর্বাচল এর ছুটি রিসোর্ট, যেখানে পুরো আয়োজনকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেওয়া হয়।

ভেন্যুতে পৌঁছে রাইডাররা একসাথে উপভোগ করেন খাবার, লাইভ অ্যাক্টিভিটি, গেমস এবং মিউজিক। কেউ কেউ তাদের Royal Enfield বাইকের ছবি তোলে, কেউ আবার নতুন বন্ধু তৈরি করে। সব মিলিয়ে দিনটি ছিল বাইকপ্রেমীদের জন্য স্মরণীয় একটি অভিজ্ঞতা।

royal-enfield-rideout-bangladesh-2025

Royal Enfield Rideout শুধু একটি গ্রুপ রাইড নয়—এটি মূলত একধরনের কমিউনিটি-বিল্ডিং প্ল্যাটফর্ম।

  • এখানে রাইডাররা একে অপরের সাথে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পান।
  • নতুন রাইডাররা শিখে নেন নিরাপদ ও দায়িত্বশীল রাইডিং সংস্কৃতি।

ইভেন্টটি প্রমাণ করে যে, বাইক শুধু একটি যানবাহন নয়—এটি মানুষের আবেগ, স্বাধীনতা আর ভ্রমণের অনন্য সঙ্গী।

royal-enfield-rideout-2025-bangladesh

Royal Enfield-এর স্লোগান “Pure Motorcycling” এই ইভেন্টে জীবন্ত হয়ে ওঠে।

  • রাইডের প্রতিটি মুহূর্তে রাইডাররা উপভোগ করেন স্বাধীনতার স্বাদ, রাস্তায় চলার আনন্দ আর একসাথে চলার একাত্মতা।
  • নিরাপদ রাইডিং, হেলমেট ব্যবহার, সঠিক গিয়ার পরিধান এবং ডিসিপ্লিন বজায় রাখার মতো বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

এই প্রথম আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Royal Enfield ঘোষণা করেছে যে তারা ভবিষ্যতে নিয়মিতভাবে মাসিক Rideout আয়োজন করবে।

royal-enfield-ride-out-2025-bangladesh-royal-family-bikers

এগুলোর মধ্যে থাকবে ছোট রাইড, লং-ডিস্টেন্স রাইড, এমনকি আন্তর্জাতিক সীমান্ত পেরোনো Cross-Border Touring ইভেন্টও। এভাবে বাংলাদেশে মোটরসাইকেল ট্যুরিজম ও Responsible Biking Culture আরও শক্তিশালী হবে।

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes