২০টিরও বেশি ব্যাংকের ক্রেডিট কার্ডে ইয়ামাহা মোটরসাইকেল EMI সুবিধা
This page was last updated on 04-Sep-2025 12:27pm , By Arif Raihan Opu
বাংলাদেশে বর্তমানে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মোটরসাইকেল এখন দৈনন্দিন যাতায়াতে থেকে শুরু করে ভ্রমণেও এখন মোটরসাইকেল ব্যবহার বেড়েছে। তবে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সাথে মোটরসাইকেলের দামও বেড়েই চলেছে। মোটরসাইকেল ক্রয়ে এখন অনেক মোটরসাইকেল ব্র্যান্ড সহজ শর্তে কিস্তি সুবিধা দিচ্ছে।
ইয়ামাহা ০% EMI সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত

এই কিস্তি সুবিধা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে এসেছে দারূণ এক অফার। এবার আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলটি সহজ কিস্তিতে ক্রয় করতে পারবেন।
মাত্র ৫০% ডাউনপেমেন্ট দিয়ে আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করুন। ২০টির ও বেশি ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার পছন্দের মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন। এছাড়া আরও পাবেন ৬ মাসের পর্যন্ত ০ শতাংশ ইন্টারেস্ট রেট কিস্তি সুবিধা।

ইয়ামাহার সকল মোটরসাইকেল সিটি ব্যাংক (City Bank), ইস্টার্ন ব্যাংক (EBL), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB), ব্যাংক এশিয়া (Bank Asia), প্রাইম ব্যাংক (PBL), ডাচ বাংলা ব্যাংক (DBBL), ব্রাক ব্যাংক (Brac Bank), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB), স্যোসিয়াল ইসলামি ব্যাংক (SIBL), মার্কেন্টাইল ব্যাংক (MBL), যমুনা ব্যাংক (JBL), প্রিমিয়ার ব্যাংক (Premier Bank), শাহজালাল ইসলামি ব্যাংক (SJIBL),ব্যাংক অফ সিলন (Bank of Ceylon), এন আর বি ব্যাংক (NRB Bank), কমিউনিটি ব্যাংক (Community Bank), মেঘনা ব্যাংক লিমিটেড (Meghna Bank Limited), পূবালী ব্যাংক লিমিটেড (Pubali Bank PLC), মধুমতি ব্যাংক পিএলসি. (Modhumoti Bank PLC), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (Standard Chartered Bank), ট্রাস্ট ব্যাংক (Trust Bank PLC) এবং লংকা বাংলা ফাইন্যান্স (Lanka Bangla) এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০% ডাউন পেমেন্ট দিয়ে যে কোন শোরুম থেকে EMI সুবিধা নেওয়া যাবে।
- শুধুমাত্র ৬ মাসের জন্য ০% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে
- ইন্সটলমেন্ট শিডিউল হবে ৬ ধরনের
- ৬ মাস / ৯মাস / ১২ মাস / ১৮মাস / ২৪ মাস এবং ৩৬ মাস
তবে এখানে আরও কয়েকটি শর্ত প্রযোজ্য হবে। প্রথম ৬ মাসের ০% শতাংশ ইন্টারেস্ট এসিআই মোটরস বহন করবে। আর ইন্টারেস্ট রেট এককালিন ডাউনপেমেন্টের সাথে দিতে হবে। তবে এতে করে ইন্সটলমেন্টে কোন প্রভাব পরবে না।

এছাড়া রেজিস্ট্রেশন করা চার্জ ইন্সটলমেন্টের অন্তর্ভুক্ত নয়। তাই কাস্টমারকে নিজে বাইক রেজিস্ট্রেশন করতে হবে। এই কিস্তি সুবিধার বিস্তারিত জানার জন্য আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাকেল শোরুমে যোগাযোগ করুন।
বাইক এবং বাইকিং সম্পর্কিত সকল খবর, তথ্য এবং বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
