টিভিএস মোটরসাইকেল ইবিএল ক্যাশব্যাক অফার ২০২৩

This page was last updated on 01-Aug-2024 03:51am , By Arif Raihan Opu

টিভিএস বাংলাদেশের অন্যতম এবং জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি টিভিএস তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ একটি অফার। এই অফারে টিভিএস এর মোটরসাইকেল কিস্তি সুবিধার মাধ্যমে ক্রয় করা যাবে। 

টিভিএস মোটরসাইকেল ইবিএল ক্যাশব্যাক অফার


Also Read :  Bajaj Pulsar N250 Price in Bangladesh


অনেকেই রয়েছেন যারা বাজেট এর কারণে নিজের পছন্দের বাইকটি ক্রয় করতে পারেন না। তাই তাদের কথা চিন্তা করেই টিভিএস এই অফার নিয়ে হাজির হয়েছে। আপনার বাজটের অল্প পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে আপনি টিভিএস এর যেকোন মডেলের মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। 

এই কিস্তি সুবিধা টিভিএস এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) একত্রে তাদের ইবিএল জিপ শুরু করেছে। এই প্রোগামে কাস্টোমার ০% কিস্তি সুবিধার মাধ্যমে টিভিএস এর মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। 

ইবিএল জিপ হল এমন একটি উপায় যেখানে কাস্টোমার তাদের পছন্দের টিভিএস মোটরসাইকেলটি ৬ মাসের ০% কিস্তি সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন। ইবিএল জিপ হল জিরো ইন্টারেস্ট প্ল্যান, এই প্ল্যানের মাধ্যমে আপনি ৬ মাসে ০% ইন্টারেস্ট এর মাধ্যমে আপনার পছন্দের টিভিএস বাইকটি ক্রয় করতে পারবেন। আর ইবিএল জিপ এর মাধ্যমে ক্রয় করলে আপনি পেয়ে যাবেন ৫,০০০/- টাকা ক্যাশব্যাক অফার।

এই অফারটি আগামী ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলবে। তাই আজই আপনার কাছাকাছি টিভিএস মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া বাইক, বাইকিং কমিউনিটি, বাইকের সর্বশেষ দাম ও ব্র্যান্ড সহ সকল ধরনের তথ্য পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।