ইয়ামাহা বাংলাদেশ ঘোষণা করেছে জয়ফুল জুলাই ক্যাশব্যাক অফার ২০২৩

This page was last updated on 23-Jan-2025 09:20am , By Raihan Opu Bangla

মোটরসাইকেলের জগতে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। বাংলাদেশে যত গুলো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে তাদের মধ্যে ইয়ামাহা পারফর্মেন্স এবং কোয়ালিটির কারণে সকল বাইকারদের মনে স্থান করে নিয়েছে। 

ইয়ামাহা বাংলাদেশ সব সময় তাদের কাস্টোমারদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের অফার নিয়ে হাজির হয়ে থাকে। জুলাই মাসের শুরুতেই ইয়ামাহাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “জয়ফুল জুলাই ক্যাশব্যাক অফার ২০২৩”।

ঈদ উল আযহার পরবর্তি এই অফারটি অনেক ইয়ামাহাপ্রেমী এবং কাস্টোমারদের তাদের পছন্দের ইয়ামাহা মোটরসাইকেল ক্রয়ে আগ্রহী করে তুলবে। এই অফারটি চলবে পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত। 

বাংলাদেশে ইয়ামাহা এর প্রতিটি সেগমেন্টে বেশ জনপ্রিয় কিছু মডেলের মোটরসাইকেল রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় মডেল সিরিজ হচ্ছে Yamaha FZS সিরিজ। এই সিরিজে রয়েছে FZ-S V2FZ-S FI V3 ABSFZ-S FI V3 ABS Vintage Edition, এবং FZS FI V3 ABS (BS6)  এর মতো অনেক গুলো জনপ্রিয় মডেল। 

ইয়ামাহা জয়ফুল জুলাই ক্যাশব্যাক অফার ২০২৩ এ আপনি আপনার পছন্দের মডেলটি খুব সহজে ক্রয় করে নিতে পারবেন। এই অফারটি উপভোগ করতে আপনি আপনার নিকটস্থ ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। 

yamaha-fzs-fi-deluxe-grey-price

যদিও এই ক্যাশব্যাক অফারে ইয়ামাহা তাদের স্পোর্টস সেগমেন্টের সিরিজ R15 মডেলে কোন ধরনের কোন ক্যাশব্যাক বা ছাড় দিচ্ছে না। এছাড়া নেকেড স্ট্রিট স্পোর্টস সেগমেন্টের সিরিজ MT15 এর ক্ষেত্রেও কোন অফার বা ছাড় দেয়া হচ্ছে না। 

ঈদ উল আযহার পর এই ক্যাশব্যাক অফারটি ইয়ামাহা লাভারদের জন্য আকর্ষনীয় সুযোগ। তাই দ্রুত আপনার পছন্দের মডেলের বাইকটি ক্রয় করুন ও উপভোগ করুন দারূণ ক্যাশব্যাক অফার। ধন্যবাদ। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes