আমার হিরো - ২৫,০০০ ডাউনপেমেন্ট এ বাইক কিনুন!
This page was last updated on 31-Jul-2024 04:28pm , By Raihan Opu Bangla
হিরো বাংলাদেশ দিচ্ছে ১৮ মাসের কিস্তি সুবিধাসহ মোটরসাইকেল এবং স্কুটার ক্রয়ের সুবর্ণ সুযোগ। মাত্র ২৫,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে আপনি আপনার পছন্দের হিরো মোটরসাইকেল বা স্কুটার ক্রয় করতে পারবেন। এই কিস্তি সুবিধা দেয়া হচ্ছে আমার হিরো এই ক্যাম্পেইন এর নামে।
আমার হিরো - ২৫,০০০ ডাউনপেমেন্ট এ বাইক কিনুন!
কিস্তি সুবিধাতে যারা হিরো এর বাইক ক্রয় করতে চান তারা পাবেন ১৮ মাসের কিস্তি সুবিধা এবং মাত্র ২৫,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে তারা বাইক বা স্কুটার ক্রয় করতে পারবেন।
আমার হিরো ক্যাম্পেইন আসলে কি?
আমার হিরো ক্যাম্পেইন হচ্ছে হিরো এর একটি ফাইনেন্সিং ক্যাম্পেইন। এর কারণ হচ্ছে হিরো তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে এই ক্যাম্পেইন। যারা বাইক ক্রয় করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তাদের জন্য হিরো এই ক্যাম্পেইন শুরু করেছে। যাতে করে তারা খুব সহজে বাইক ক্রয় করতে পারেন।
আমার হিরো এর মাধ্যমে যারা খুব সহজ ও কম সময়ের ভেতর মাত্র ১.৫% সার্ভিস চার্জ দিয়ে ১৮ মাসের কিস্তিতে বাইক ক্রয় করতে পারবেন। এই সুবিধার কাস্টোমারদের জন্য অনেক বেশি সহজ, ঝামেলাহীন এবং তাদের স্বাধ্যের মধ্যেই হবে।
নিটল-নিলয় গ্রুপ কাস্টোমারদের কথা চিন্তা করেই এই আমার হিরো ক্যাম্পেইন চালু করেছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নিটল-নিলয় গ্রুপ অনেক জনপ্রিয় একটি নাম, তারা মানুষের যাতায়াতকে আরও সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর তারা মানুষের ক্রয় ক্ষমতার কাছাকাছি নিজের পৌছে দেয়ার চেষ্টা করে যাচ্ছে।
আমার হিরো হচ্ছে সেই সব কাস্টোমারদের জন্য যাদের যারা স্বাধ্যের মধ্যে একটি বাইক ক্রয় করতে চাচ্ছেন কিন্তু ফাইনেন্স এর কারণে ক্রয় করতে সক্ষম হচ্ছেন না। তাই তাদের জন্য এটি একটি সুযোগ যে তারা “আমার হিরো” ক্যাম্পেইন এ বাইক ক্রয় করতে পারবে একটি সর্বোনিম্ম এমাউন্টের ডাউনপেমেন্ট প্রদান করে।
Hero Thriller 160R Full Test Ride Review
এছাড়া, হিরো তাদের প্রোডাক্ট লাইন আপ সব সময় উন্নত ও সমৃদ্ধ করে থাকে। তাই সুবাধে তারা গত বছর বাংলাদেশ লঞ্চ করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল Hero Hunk 150R। এই বাইকটির জন্য বাইকাররা অধির আগ্রহে অপেক্ষা করে ছিল।
১৫০সিসি সেগমেন্ট হিরো হাঙ্ক বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক। তবে অনেক দিন থেকেই এর কোন নতুন মডেল মার্কেটে আসছিল না। শেষ পর্যন্ত গত বছর বাংলাদেশে হিরো তাদের ১৫০সিসি সেগমেন্টে নতুন ভাবে হিরো হাঙ্ক লঞ্চ করে। বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি বাজেট এর মধ্যে একটি বাইক। এছাড়া এটি নেকেড স্পোর্টস কমিউটার হিসেবে বেশ জনপ্রিয় বলা যায়।
যদি দেখা হয়, তবে বাইকটি সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। ফ্রন্ট থেকে টেইল মানে শুরু থেকে শেষ পর্যন্ত বাইকটি নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। বাইকটির ডিজাইন হিরো অন্যতম সফল একটি বাইক Hero Xtreme Sports 150 থেকে অনুপ্রানিত হয়ে ডিজাইন, স্টাইল ও ফিচার্স যুক্ত করা হয়েছে।
যাইহোক, নতুন হিরো হাঙ্ক বাইকটিতে দেয়া হয়েছে ১৫০সিসি, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে 14.2 BHP @ 8500 RPM এবং 12.6 NM of Torque @ 6500 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম।
বাইকটি ওজনে ১৪৮ কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কে ১২.৪ লিটার ফুয়েল নেয়া যায়। এর ফুয়েল সিস্টেম হচ্ছে কার্বুরেট ও এতে সেলফ এবং কিক দুই ধরনের স্টার্ট সিস্টেম দেয়া হয়েছে।
এখন ফিরে আসা যাক, আমার হিরো ক্যাম্পেইনটিতে। আপনি চাইলে বর্তমানে Hero Hunk 150R এর নতুন মডেলটিও আপনি কিস্তিতে কিনে নিতে পারবেন। EMI সুবিধা নিয়ে আজই আপনি আপনার পছন্দের হিরো বাইকটি ক্রয় নিতে পারেন এবং একটি বাইকের গর্বিত মালিক হন। ধন্যবাদ।