জেনারেশন অফ হুইলস ইভেন্টে Suzuki Vstorm-SX 250 প্রদর্শনী করলো Suzuki Bangladesh

This page was last updated on 11-Dec-2025 11:33am , By Badhan Roy

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার, ৬ নভেম্বর ২০২৫ তারিখে জমজমাট একটি আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত Generation’s On Wheels 2025 ইভেন্ট   Suzuki VStrom-SX 250 প্রদর্শনী । ভিনটেজ কার ও বাইকের নান্দনিক প্রদর্শনী ইভেন্টটিকে করে তোলে আরও আকর্ষণীয় যেখানে গাড়ি ও বাইক প্রেমীরা এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পান। 

জেনারেশন অফ হুইলস ইভেন্টে Suzuki Vstorm-SX 250 প্রদর্শনী

জেনারেশন অফ হুইলস ইভেন্টে Suzuki Vstorm-SX 250 প্রদর্শনী

Generation’s On Wheels 2025 ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল Suzuki Bangladesh এর গ্র্যান্ড প্যাভিলিয়ন যেখানে সুজুকি তাদের বর্তমান এভেইলেবল মডেলগুলোর পাশাপাশি তাদের আপকামিং মডেল Suzuki VStrom-SX 250 শো করা হয়। 

আন্তর্জাতিক ভাবে Suzuki VStrom-SX 250 মডেলটি একটি অন্যতম সেরা ও জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। বাংলাদেশের বাইকাররা অধীর আগ্রহে বাইকটির জন্য অপেক্ষা করছেন এবং খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে বাইকটি আসার কথা রয়েছে। 

এই ইভেন্টে বাইকটি ইউনিক ওয়ে তে শোকেস করার মাধ্যমে এর অ্যাডভেঞ্চারিং সক্ষমতাকে নির্দেশ করা হয়েছে।  এছাড়াও আরেকটি ফুল সেটআপ সহ ট্রাভেলিং ভার্শন প্রদর্শন করা হয়েছে ইভেন্টটি তে। তবে এই ফুল সেটআপ সহ ভার্শন টি ভবিষ্যতে বিক্রয় করা হবে কি না তা জানা যায় নাই।

প্রদর্শণীর পাশাপাশি দর্শনার্থীদের অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে দিতে আয়োজন করা হয় একটি জমকালো বাইক র‍্যালি ও স্টান্ট শো। এতে পারফর্ম করে দেশের জনপ্রিয় স্টান্ট রাইডিং গ্রুপ Road Riderz RRz। যাদের দারুণ দক্ষতা ও রোমাঞ্চকর পারফরম্যান্স পুরো ভেন্যুর পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত ও উত্তেজনাময়। নিঃসন্দেহে, মোটরস্পোর্টস প্রেমীদের জন্য এই আয়োজনটি ছিল স্মরণীয় এক অভিজ্ঞতা।

 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।