ইয়ামাহা এক্সচেঞ্জ অফার অক্টোবর ২০২৪

This page was last updated on 02-Jan-2025 04:14pm , By Raihan Opu Bangla

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের জনপ্রিয় জাপানীজ মোটরসাইকেল ব্র্যান্ড। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “ইয়ামাহা এক্সচেঞ্জ অফার অক্টোবর ২০২৪”।

ইয়ামাহা এক্সচেঞ্জ অফার অক্টোবর ২০২৪ 

ইয়ামাহা এক্সচেঞ্জ অফার অক্টোবর ২০২৪

এই অফারে ইয়ামাহা কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে এক সুবর্ন সুযোগ। যেখানে কস্টোমাররা তাদের পুরাতন মডেলের মোটরসাইকেল পরিবর্তন করে নতুন ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। 

Also Read: ইয়ামাহা এক্সটিজেড ১২৫ এর ফিচার রিভিউ

এই এক্সচেঞ্জ অফার চলবে ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। তবে এই অফারটি নেয়ার জন্য কাস্টোমারকে কয়েকটি প্রসেস ফলো করতে হবে।

প্রথমে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আপনার পুরাতন বাইকের বিস্তারিত সহ ইয়ামাহার নতুন কোন বাইকটি ক্রয় করতে আগ্রহী সব তথ্য প্রদান করতে হবে। এর সাথে আপনি কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করতে চান সেটাও উল্লেখ করতে হবে।

আপনি ফর্মের লিংক ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে এক্সচেঞ্জ অফার পোস্টে পেয়ে যাবেন। 

সব তথ্য দেয়ার পর নির্দিষ্ট দিনে আপনি আপনার পুরাতন বাইকটি নিয়ে আপনার নির্দিষ্ট করা এক্সচেঞ্জ শোরুমে গিয়ে আপনার পছন্দের বাইকটি পরিবর্তন করে নিতে পারবেন। 

বিস্তারিত জানতে এবং ইয়ামাহা মোটরসাইকেল সম্পর্কে জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কি সকল সাম্প্রতিক তথ্য, খবর, মোটরসাইকেলের দাম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। 

Latest Bikes

Honda Grom 2019

Honda Grom 2019

Price: 0

Honda Grom 50

Honda Grom 50

Price: 0

Honda Gyro

Honda Gyro

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes