বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করলো Hyosung Bangladesh

This page was last updated on 24-Aug-2025 09:46am , By Raihan Opu Bangla

বিশ্বখ্যাত কোরিয়ান ব্র্যান্ড Hyosung বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে একেবারেই নতুন আঙ্গিকে। ২০২৫ সালের মার্চ মাসের ২৪ তারিখ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে হায়ার সিসির সর্বাধুনিক কিছু প্রযুক্তির বাইকের সাথে ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা শুরু করে। 

বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল Hyosung

hyosung-bangladesh-launching

বেশ রিজনেবল দামে ক্রুজার ও ববার সেগমেন্টের হায়ার সিসির ৮ ভাল্ভ টুইন সিলিন্ডারের শক্তিশালি ৩ টি বাইক যথা GV250DRA, GV300s, GV300R এর সাথে Hyosung বাংলাদেশ ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে বাংলাদেশের রাস্তায়।

এই লঞ্চিং প্রোগ্রামে বাইকিং কমিউনিটির সবাই উপস্থিত ছিল। হায়ওসাং বাংলাদেশ লঞ্চ হবার আগে থেকেই সবাই অপেক্ষায় ছিল কবে এই ব্র্যান্ডটি বাংলাদেশ লঞ্চ হবে।

hyosung-bangladesh-price

আমরা তাদের ক্রুজার ববার সেগমেন্টের মোটরসাইকেল দেখতে পাচ্ছি। তবে আশা করছি তাদের স্পোর্টস এবং কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল বাংলাদেশ দ্রুত লঞ্চ হবে। 

রামপুরায় অবস্থিত তাদের ফ্ল্যাগশিপ শো-রুমে বাইক গুলো এক্সপিরিয়েন্স এবং ক্রয় করা যাবে। শুধু তাই নয়, স্পেয়ার পার্টস এবং সার্ভিস সেন্টার ও থাকছে Hyosung Bangladesh এর ফ্ল্যাগশিপ শো-রুমে।

hyosung-bangladesh-launching-price-detailes

Hyosung Bangladesh এর ফ্ল্যাগশিপ শোরুম এর ঠিকানা-
 

হায়ওসাং বাংলাদেশ 

৩৭৩/১, ডিআইটি রোড, পূর্ব রামপুরা, ঢাকা।
 
 বাইক বিষয়ক সকল তথ্য এবং আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন।