ইয়ামাহা অটাম রাইড অক্টোবর ২০২৫ - সর্বোচ্চ ১১,০০০ টাকা ক্যাশব্যাক অফার
This page was last updated on 05-Oct-2025 04:40pm , By Arif Raihan Opu
বাংলাদেশে অনেক গুলো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে, তবে প্রিমিয়াম মোটরসাইকেল বা ব্র্যান্ডের কথা যখন বলা হয় তখন সবার উপরের দিকে নাম হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল কোয়ালিটি এবং সার্ভিস এর ক্ষেত্রে সবার উপরের দিকেই রয়েছে।


ইয়ামাহা অটাম রাইড অক্টোবর ২০২৫
ছাড়, ক্যাশব্যাক সহ ভিন্ন ভিন্ন অফার নিয়ে ইয়ামাহা সব সময় কাস্টমারদের মন জয় করে নিয়েছে। এছাড়া অফারের ক্ষেত্রে ইয়ামাহা সব সময় অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে। এবারও ইয়ামাহা তাদের কাস্টমারদের জন্য নতুন অফার নিয়ে এসেছে।
অক্টোবর মাসে ইয়ামাহা তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে “ইয়ামাহা অটাম রাইড অক্টোবর ২০২৫” অফার। এটি একটি ক্যাশব্যাক অফার, যেখানে ইয়ামাহা তাদের জনপ্রিয় সব মডেল দিচ্ছে ক্যাশব্যাক সহ উপহার।

এই ক্যাশব্যাক অফারে ইয়ামাহা দিচ্ছে সর্বোচ্চ ১১,০০০ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া নির্দিষ্ট কয়েকটি মডেলের সাথে থাকছে ইয়ামাহা এক্সক্লুসিভ টি-শার্ট।


ইয়ামাহা এই বছর তাদের উচ্চ সিসির মোটরসাইকেল Yamaha FZ 25 বাংলাদেশে লঞ্চ করে। লঞ্চ হবার পর থেকেই বাইকটি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এই বাইকটিতে দেয়া হচ্ছে সর্বোচ্চ ১১,০০০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে, সেই সাথে এই বাইকটি ক্রয়ে উপহার হিসেবে থাকছে ইয়ামাহা এক্সক্লুসিভ টি-শার্ট।
এছাড়া থাকছে জনপ্রিয় সিরিজ FZS এ ক্যাশব্যাক ও উপহার। ইয়ামাহা অন্যান্য মডেল গুলোতেও থাকছে ক্যাশব্যাক। আর এই অফারটি দেয়া হচ্ছে সীমিত সময়ের জন্য। বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল খবর, তথ্য এবং বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
 
    
 
           
                     
 
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                