আইইউবি এর ক্যাম্পাসে আয়োজিত হতে যাচ্ছে সিএফমোটো টেস্ট রাইড ইভেন্ট
This page was last updated on 25-Aug-2025 12:44pm , By Raihan Opu Bangla
বাংলাদেশে সিসি বাড়িয়ে দেয়ার পর থেকেই মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের উচ্চ সিসির মোটরসাইকেল মডেল বাংলাদেশে লঞ্চ করছে। এছাড়া নতুন অনেক মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশে লঞ্চ হয়েছে। যাদের উচ্চ সিসি মোটরসাইকেল মডেল গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে খুব অল্প সময়ে।
আইইউবি - সিএফমোটো টেস্ট রাইড ইভেন্ট

খুব অল্প সময়ের ভেতর অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে নতুন একটি মোটরসাইকেল ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি হচ্ছে CFMOTO Bangladesh। ব্র্যান্ডটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হবার পর থেকে বাংলাদেশের বাইকারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।
লুকস, ডিজাইন, স্টাইল এবং পাওয়ারের সংমিশ্রণে সিএফমোট এর প্রতিটি মোটরসাইকেল বাইকারদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাদের স্পোর্টস, নেকেড স্পোর্ড, ক্রুজার সহ ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অনেক গুলো মোটরসাইকেল রয়েছে। সব মডেল গুলোই বেশ জনপ্রিয়।

Also Read: দিন দিন বাইকের গতি কি কমে যাচ্ছে ?
সিএফমোটো বাংলাদেশ তাদের মোটরসাইকেল গুলো নিয়ে বেশ কয়েকটি টেস্ট রাইড ইভেন্ট আয়োজন করেছে। তার ধারবাহিকতায় এবারও তারা ছাত্রদের জন্য আয়োজন করতে যাচ্ছে টেস্ট রাইড ইভেন্ট।

আগামী ২৫ এবং ২৬ অগাস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এ আয়োজিত হতে যাচ্ছে সিএফমোটো টেস্ট রাইড ইভেন্ট। এই ইভেন্টটি ইউনিভার্সিটি চত্বরের ভেতরেই অনুষ্ঠিত হবে।
টেস্ট রাইড ইভেন্টে অংশ গ্রহণ করতে ইচ্ছুক সবাইকে অন-লাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার পছন্দের বাইকটি টেস্ট রাইড করতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংক - https://cfmotobd.online/
এছাড়া দুটি কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। যেখানে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কনটেস্ট দুটি হচ্ছে ফটো কনটেস্ট যার হ্যাশট্যাগ হচ্ছে #clickwithCFMOTOiubian এবং অপরটি হচ্ছে ৩৬০ ডিগ্রী রিলস কনটেস্ট ও এর হ্যাশট্যাগ হচ্ছে #CFMOTOiubianReelStar ।
সিএফমোট এর সম্পর্কে জানতে তাদের ওয়েব সাইট ভিজিট করুন। এর সাথে সাথে সিএফমোট এর বাইক সম্পর্কে জানতে ও এক্সপেরিয়েন্স করতে সিএফমোট এর শোরুম ভিজিট করুন।
মোটরসাইকেল সম্পর্কি সকল তথ্য, খবর ও টিপস পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
