Shares 2
৬ মাসের ০% কিস্তিতে সুজুকি মোটরসাইকেল - সর্বোচ্চ ৩৬ মাস
Last updated on 02-Nov-2025 , By Arif Raihan Opu
বাংলাদেশে বর্তমানে মোটরসাইকেল দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে ভ্রমণে সব জায়গাতে ব্যবহার বেড়েই চলেছে। তাছাড়া এখন মোটরসাইকেল সবার প্রয়োজনীয় যানবাহন হিসেবে ব্যবহার হচ্ছে। বলা যায় দৈনন্দিন যাত্রা থেকে শুরু করে ছুটির দিনের ভ্রমণ পর্যন্ত সব ক্ষেত্রে মোটরসাইকেলের সকল ক্ষেত্রে মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে।


সুজুকি ০% কিস্তিত সুবিধা - সর্বোচ্চ ৬ মাস
মোটরসাইকেল ব্যবহার বৃদ্ধির কারনে এখন অনেকেই মোটরসাইকেল ক্রয়ের দিকে ঝুকে পরেছেন। এছাড়া মোটরসাইকেল আপনার জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখছে। সেই থাকে সময় বাচিয়ে নিরাপদে গন্তব্যে পৌছে দিচ্ছে। তাই অনেকেই এখন মোটরসাইকেল ক্রয় করছেন।
কাস্টমারের চাহিদার কথা মাথায় রেখে মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের মোটরসাইকেলের মডেলের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসছে। আর ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে দাম, ছাড়, ডিস্কাউন্ট সহ নানা ধরনের অফার দিচ্ছে। সেই সাথে অনেক কোম্পানি কিস্তি সুবিধার মাধ্যমে মোটরসাইকেল দিচ্ছে।

বাংলাদেশের জনপ্রিয় জাপানিজ মোটরসাইকেল কোম্পানি হচ্ছে সুজুকি মোটরসাইকেল। তাদের জিক্সার মডেলটি সবচেয়ে বেশি জনপ্রিয়। ১৫০সিসি সেগমেন্টে জিক্সার মডেলটি অনেক বেশি বিক্রি হয়েছে। সুজুকির বাইক যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য সুজুকি দারুণ এক অফার নিয়ে এসেছে।
এবার সুজুকির মোটরসাইকেল ক্রয় করতে পারবেন ০% কিস্তিতে। বাংলাদেশের নির্দিষ্ট ১৬টি ব্যাংক থেকে আপনি কিস্তি সুবিধার মাধ্যমে সুজুকির মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। ৬ মাসের ০% কিস্তিতে সুজুকি মোটরসাইকেল ক্রয় করতে পারবেন।

এছাড়া শুরুতে আপনাকে ৫০ শতাংশ ডাউন পেমেন্টে দিয়ে বাকি টাকা ৬ মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন। সুজুকির মোটরসাইকেল আপনি সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তিতে ক্রয় করতে পারবেন।
বিস্তারিত জানতে আপনার কাছাকাছি সুজুকি মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। বাংলাদেশে সুজুকির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে র্যানকন মোটরবাইকস লিমিটেড।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য ও আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu