Shares 2

স্বপ্ন এবার পূরণ হবে হোন্ডার সাথে - ৮০% পর্যন্ত কিস্তি সুবিধা

Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu

বাংলাদেশে হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ঈদ উপলক্ষ্যে নিয়ে এসেছে দারূণ এক অফার। অফারটি হচ্ছে “স্বপ্ন এবার পূরণ হবে হোন্ডার সাথে”। এই অফারে ক্রেতাররা তাদের পছন্দের হোন্ডা মোটরসাইকেলটি কিস্তি সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন।

স্বপ্ন এবার পূরণ হবে হোন্ডার সাথে ৮০% পর্যন্ত কিস্তি সুবিধা

সিটি ব্যাংক ও হোন্ডা এক সাথে কিস্তি সুবিধা চালু করেছে। এতে করে হোন্ডার বাইক ক্রয় করার ক্ষেত্রে সিটি ব্যাংক থেকে ঋণ সুবিধা দেয়া হবে। তবে এখানে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। 

  • সর্বনিন্ম ৫০,০০০ থাকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হবে
  • পুরুষ ক্রেতাদের জন্য ব্যাংক থেকে ৮০% শতাংশ এবং নারী ক্রেতাদের জন্য ১০০% শতাংশ ঋণ সুবিধা দেয়া হবে
  • বছরে ১১% ইন্টারেস্ট দিতে হবে
  • কিস্তি সুবিধা ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত প্রযোজ্য হবে
  • প্রসেসিং ফি পুরুষ ক্রেতাদের জন্য ১.৫% শতাংশ এবং নারী ক্রেতাদের জন্য ০%


যদি আপনি এই ঈদে মোটরসাইকেল ক্রয় করার কথা ভেবে থাকেন এবং বাজেট আপনার জন্য একটি অন্যতম অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে আপনি হোন্ডার এই কিস্তি সুবিধা নিতে পারেন। 

স্বপ্ন এবার পূরণ হবে হোন্ডার সাথে

এছাড়া এই কিস্তি সুবিধাতে আপনি পাচ্ছেন ৩৬ মাস এবং ৮০% পর্যন্ত ঋণ সুবিধা। এতে করে আপনার ডাউনপেমেন্ট এর জন্য খুব একটা চিন্তা করতে হবে না। 

তবে এই অফারটি খুব সীমিত সময়ের জন্য। যদি আপনি আপনার পছন্দের হোন্ডা মোটরসাইকেল ক্রয় করতে চান তবে আপনি এই কিস্তি সুবিধা নিতে পারেন। আর এই ঈদে উপভোগ করুণ নতুন বাইকের আনন্দ। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu