Shares 2
সুজুকি ঈদ উল আযহা ক্যাশব্যাক অফার ২০২৩ - ১২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
Last updated on 29-Jul-2024 , By Arif Raihan Opu
ঈদ উল আযহা খুব কাছাকাছি চলে এসেছে, আর এই উপলক্ষ্যকে সামনে রেখে সুজুকি বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ঈদ উল আযহা ক্যাশব্যাক অফার।
সুজুকি এই ঈদ উল আযহা উপলক্ষ্যে তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার। সুজুকি দিচ্ছে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সুজুকির ভিন্ন ভিন্ন মডেলের উপর দেয়া হচ্ছে এই ক্যাশব্যাক অফার।

কয়েক মাস আগে সুজুকি বাংলাদেশে লঞ্চ করেছে Suzuki Gixxer Sf Fi ABS এবং Suzuki Gixxer Fi ABS এর নতুন কালার ও গ্রাফিক্স। নতুন কালার ও গ্রাফিক্স মডেল দুটিকে আগের ভার্সনের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে।
এই ঈদে সুজুকি Suzuki Gixxer Sf Fi ABS মডেলটিতে দিচ্ছে সর্বোচ্চ ১২,০০০ টাকা ক্যাশব্যাক এবং Suzuki Gixxer Fi ABS বাইকটিতে দিচ্ছে ৮,০০০ টাকার ক্যাশব্যাক অফার।

এখন বাংলাদেশে ২ লাখের নিচে সবচেয়ে বেস্ট বাইক কোনটি এই প্রশ্নটি আসতে পারে। তবে সব দিক বিবেচনা করে ২ লাখ টাকার নিচে সবচেয়ে বেস্ট মোটরসাইকেল হচ্ছে Suzuki Gixxer Monotone।
সুজুকি জিক্সার মনোটোন বাইকটিতে দেয়া হচ্ছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার। ১২৫সিসি কমিউটার সেগমেন্ট বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি সেগমেন্ট। এই সেগমেন্টের স্টাইলিশ মডেল হচ্ছে Suzuki GSX 125।

সুজুকি এই বাইকটিতে দিচ্ছে ১০,০০০ টাকার ক্যাশব্যাক অফার। এই ক্যাশব্যাক অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই দ্রুত অফারটি গ্রহণ করতে সুজুকি এর অথোরাইজ শোরুমে যোগাযোগ করুন।
T
Published by Arif Raihan Opu