Shares 2

লিফান মোটরসাইকেল তাদের জনপ্রিয় মডেলে দিচ্ছে ডিস্কাউন্ট অফার

Last updated on 18-Nov-2023 , By Raihan Opu Bangla

বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলের জনপ্রিয়তা অনেক বেশি। এই স্পোর্টস সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Lifan KPR। এই মডেলটি চাইনিজ ব্র্যান্ড লিফানের। বর্তমানে বাংলাদেশের চাইনিজ মোটরসাইকেল অনেক বেশি জনপ্রিয়। 

লিফান মোটরসাইকেল

লিফান মোটরসাইকেল তাদের জনপ্রিয় মডেলে দিচ্ছে ডিস্কাউন্ট অফার

লিফান বাংলাদেশের চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড এর ধারণা পরিবর্তন করে দিয়েছে। কারণ শুরু থেকেই বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড সেভাবে জনপ্রিয় ছিল না। কিন্তু এই ধারণা বদলে দিয়েছে লিফান মোটরসাইকেল

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে লিফান মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি লিফান তাদের জনপ্রিয় কিছু মোটরসাইকেল মডেলে দিচ্ছে ক্যাশব্যাক ও ডিস্কাউন্ট অফার। এছাড়া ক্যাশব্যাক ও ডিস্কাউন্ট এর সাথে কাস্টোমার পেয়ে যাচ্ছেন গিফট। 

বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস মোটরসাইকেল বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে লিফান। কারণ বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলের দাম অনেক বেশি হবার কারণে অনেকেই তাদের স্পোর্টস মোটরসাইকেলের স্বপ্ন পূরণ করতে পারেন না। 

তাই লিফান তাদের স্বপ্ন সত্যি করার জন্য বাংলাদেশে লঞ্চ করে Lifan KPR মডেল। এই মডেলটি বাইকারদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। লঞ্চ হবার পর থেকেই লিফান কেপিআর বাংলাদেশের বাইকারদের স্বপ্ন পূরণ করে চলেছে। 

Lifan KPR 165R কার্বুরেটর ভার্সনে দেয়া হচ্ছে ক্যাশব্যাক ও গিফট অফার। এখন প্রতিটি কার্বুরেটর লিফান কেপিআর ভার্সনে কাস্টোমার পেয়ে যাবেন ৬,০০০ টাকার ডিস্কাউন্ট এবং সেই সাথে গিফট হিসেবে থাকছে ফ্রী উইন্ডব্রেকার। 

লিফান মোটরসাইকেল

অপরদিকে বাংলাদেশ বর্তমানে এডভেঞ্চার ট্যুরিং সেগমেন্টের মোটরসাইকেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এই সেগমেন্টে বাংলাদেশ খুব কম মডেল দেখা যায়। তবে Lifan KPT 150 4V অন্যতম একটি এডভেঞ্চার ট্যুরিং মডেল মোটরসাইকেল। 

এই মডলেটি ট্যুরিং বাইক হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের বাইকারদের মাঝে। বর্তমানে বাইকটিতে লিফান দিচ্ছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক অফার এবং সেই সাথে থাকছে গিফট হিসেবে ফ্রী উইন্ডব্রেকার। 

ক্যাফে রেসার বাংলাদেশে জনপ্রিয় হলেও বাংলাদেশের রাস্তায় তেমন ক্যাফে রেসার দেখা যায় না। এই কারণে বাংলাদেশে সেভাবে ক্যাফে রেসার মোটরসাইকেল দেখাও যায় না। তবে স্টাইলিশ ক্যাফে রেসারে তালিকা করা হলে সেখানে একটি নাম থাকবে সেটি হচ্ছে Victor R-Café Racer

লিফান মোটরসাইকেল

এই বাইকটি স্টাইলিশ, লুকস, গ্রাফিক্স ও ডিজাইনের ক্ষেত্রে সম্পূর্ন রূপে একটি ক্যাফে রেসার মোটরসাইকেল। এই বাইকটিতে দেয়া হচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার। এই বাইকটির সাথেও থাকছে ফ্রী উইন্ডব্রেকার। 

লিফানের এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং বাইক গুলো সম্পর্কে জানতে লিফান মোটরসাইকেলের অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। এছাড়া বাইক সম্পর্কিত সকল তথ্য ও খবর জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla