Shares 2

লিফান কেপিআর ১৬৫আর আরআইএল বাংলাদেশে লঞ্চ করবে

Last updated on 27-Jul-2024 , By Saleh Bangla

লিফান কেপিআর ১৫০ আর খুব জনপ্রিয় স্পোর্টস বাইক যার দাম মাত্র ১,৮৫,০০০ টাকা । ৩ বছর আগে বাংলাদেশে বাইকটিকে লঞ্চ করা হয় এবং বর্তমানে আমাদের দেশের রাস্তায় ১৬০০+ এর বেশি কেপিআর বাইক দেখা যায় এবং আশা করা যাচ্ছে ঢাকা বাইক শো ২০১৮ তে রাসেল ইন্ডাষ্ট্রিজ লিফান কেপিআর ১৬৫আর লঞ্চ করবে স্পোর্টস বাইক লাভারদের জন্য ।

রাসেল ইন্ডাষ্ট্রিজ লিফান কেপিআর ১৬৫আর লঞ্চ করবে 

Lifan-KPR-165R

Lifan KPR 150 এর ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন

 

আমরা যতটুকু জেনেছি যে নতুন লিফান কেপিআর ১৬৫আর বাইকে অনেক ধরনের চেঞ্জ আসবে।  বাইকবিডি প্রথম যারা এই খবরটা আপনাদের কাছে এই লঞ্চের বিষয়টা তুলে ধরেছে যেমন আমরা কিওয়ে আরকেআর ১৫০ এর বেলায় আপনাদের বলেছিলাম। আরআইএল এর চেয়ারম্যান মি.আবসার রাসেল আমাদের কিছুটা তথ্য দিয়েছেন যে নতুন লিফান কেপিআর ১৬৫আর বাইক দেখতে কেমন হতে পারে । lifan-kpr150-speedometer

> Click To See The First Impression Of Lifan KPT 150 <<


  • লিফান কেপিআর ১৬৫আর এর লুকস কেপিআর ১৫০ এর মতন থাকবে কোন রকম চেঞ্জ হবে না।
  • বাইকটিতে হয়ত ১৩০ সেকশন রিয়ার টায়ার থাকবে যেটা কেপিআর১৫০ তে ১২০ ছিল ।
  • ব্রেকে হয়ত ৩০০ মি.মি. আপ ফ্রন্ট থাকবে টেলিস্কোপ সাস্পেশন।
  • লিফান বাইকটিতে ইউএসডি সাসপেনশ দিতে চেয়েছিল কিন্তু আমাদের দেশের খারাপ রাস্তার জন্য বাইকারদের ভাল ফিডব্যাক দেবে না।
  • লিফান কেপিআর ১৬৫আর এর ইঞ্জিনের ফিচার নতুন যেমন সিঙ্গেল সিলিন্ডার, ২ ভাল্বস এবং ওয়াটার কুল্ড এর সাথে ইএফআই সিস্টেম । ইঞ্জিনে আরো ব্যালেন্স স্যাফটও থাকবে ।
  • পাওয়ার হয়ত প্রায় ১৫-১৬ বিএইচপি এবং টর্ক ১৬-১৭ এনএম থাকবে ।
  • লিফান লাইনের শুধু ইএফআই বাইক হল লিফান কেপিটি ১৫০ ।
  • কার্বুরেটর ১৫০ সিসিতে যেটা রয়েছে সেটাই থাকবে ।
  • বাইক ২-৩ কালার অপশন এ আসবে ।
  • লিফান হয়ত নতুন এক্সজস্টেড সিস্টেম দিতে পারে কারন তাদের ধারনা অনুযায়ী এটা বাইকটিকে নতুন লুক দেবে ।
  • নতুন বাইকে হয়ত অন্যান্য ফিচারস এর সহ ইউএসবি চার্জার এবং নতুন এক্স হস্টেড সিস্টেম থাকবে ।

lifan-kpr-150-test-ride-review

>>Click To See The Lifan KPR 150 Test Ride Review <<

এই পর্যন্ত আমরা লিফান কেপিআর ১৬৫আর বাইকটির সর্ম্পকে এই জানতে পেরেছি, আরআইএল বলেছে ঢাকা বাইক শো ২০১৮তে তারা বাইকটির বিষয়ে আরো বিস্তারিত বলবে । বাইকটির দাম হয়ত ২,২০,০০০-২,৪০,০০০ টাকার মধ্যে আসবে এবং হয়ত মার্কেটে এপ্রিল-মে ২০১৮ মধ্যে বিক্রি করা হবে । lifan-kpr-165-price-bd লিফান কেপিআর১৫০ বাংলাদেশের মার্কেটে প্রায় ৩ বছর ধরে আছে এবং কালার চেঞ্জ এবং ইঞ্জিন এর ফিডিং ছাড়া তেমন কিছু চেঞ্জ আসেনি তাই নতুন লিফান কেপিআর১৬৫আর নতুন আলোড়ন সৃষ্টি করবে বলে ধারনা করা যায়।

Published by Saleh Bangla

Latest Bikes

Honda Grom 2019

Honda Grom 2019

Price: 0

Honda Grom 50

Honda Grom 50

Price: 0

Honda Gyro

Honda Gyro

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes