Shares 2
ইয়ামাহা মোটরসাইকেল ম্যাজিক্যাল মার্চ ২০২৪ ক্যাশব্যাক অফার
Last updated on 01-Aug-2024 , By Arif Raihan Opu
বাংলাদেশের প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্ট এ ইয়ামাহা মোটরসাইকেল এর নাম সবার উপরের দিকেই থাকবে। ইয়ামাহা মার্চ ২০২৪ উপলক্ষ্যে তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক ক্যাশব্যাক অফার। এই অফারটি হচ্ছে ম্যাজিক্যাল মার্চ ২০২৪ ক্যাশব্যাক অফার।
ইয়ামাহা ম্যাজিক্যাল মার্চ ২০২৪ ক্যাশব্যাক অফার

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ম্যাজিক্যাল মার্চ ২০২৪ ক্যাশব্যাক অফারে ইয়ামাহা তাদের কিছু নির্দিষ্ট মডেলে দিচ্ছে সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ক্যাশব্যাক দেয়া নির্দিষ্ট মডেল গুলো হচ্ছে, FZ-S FI V2 DD, FZS V3 (BS4), FZS V3 (Vintage) (BS4), FZ-S FI V3 ABS (BS6), FZ-S FI V3 ABS Deluxe (BS6), FZ-X। এই মডেল গুলো বর্তমানে বেশ জনপ্রিয়।

অপর দিকে পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত এই অফারটি চলতে থাকবে। তাই আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলটি ক্রয় করতে এবং সেই সাথে ইয়ামাহা এর অন্যান্য সকল মোটরসাইকেল সম্পর্ক জানতে ইয়ামাহা মোটরসাইকেল অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন।
যেহেতু বাংলাদেশে বর্তমানে উচ্চ সিসির মোটরসাইকেল নিয়ে বেশ আলোচনা হচ্ছে আমরা আশা করছি ইয়ামাহা এতে পিছিয়ে থাকবে না। তারাও তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে দ্রুত নিয়ে আসবে বলে আসা করা যাচ্ছে।

এছাড়া মোটরসাইকেলের দাম, মোটরসাইকেল ইন্ডাস্ট্রির সকল খবর সহ সব কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu