Shares 2

মোবিল ইঞ্জিন ওয়েল টি-শার্ট গিফট অফার!

Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla

ইঞ্জিন ওয়েল যানবাহনের ইঞ্জিনের জন্য অনেক গুরুত্বপূর্ন। ইঞ্জিন ওয়েল যানবাহনের ইঞ্জিনকে সুরক্ষিত রেখে যানবাহন কে সুন্দর ভাব পরিচালিত করতে সহায়তা করে থাকে। বাংলাদেশে অনেক গুলো ইঞ্জিন ওয়েল কোম্পানি রয়েছে। তবে এদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মোবিল ইঞ্জিন ওয়েল।

মোবিল ইঞ্জিন ওয়েল টি-শার্ট গিফট অফার!

মোবিল ইঞ্জিন ওয়েল টি-শার্ট গিফট অফার!

১৯৫৯ সালে ম্যাগনোলিয়া পেট্রোলিয়াম কোম্পানি, জেনারেল পেট্রোলিয়াম কর্পোরেশন, এবং মোবিল প্রোডিসিং কোম্পানি এক সাথে শুরু করে মোবিল ওয়েল কোম্পানি; যা স্কোনয় মোবিল এর একটি সাবসিডারি হিসেবে আত্মপ্রকাশ করে।

এরপর ১৯৯৬ সালে স্কোনয় মোবিল ওয়েল কোম্পানিটি নাম পরিবর্তন করে মোবিল ওয়েল কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। জন ডি রকফেলার এবং তার পার্টনার্সরা ১৮৭০ সালে আমেরিকার ওহাইও তে স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানির আন্ডারে এক্সসন ও মোবিল এর যাত্রা শুরু করেন।

মোবিল ১ ব্র্যান্ডটি সিন্থেটিক মোটর ওয়েল এবং অন্যান্য অটোমোটিভ ওয়েল প্রস্তুত করে থাকে। এই ওয়েল গুলো সাধারণ মোবিল ওয়েল কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এক্সসন মোবিল পুরো পৃথিবী জুড়ে এটি বাজারজাত করে থাকে।

MJL Bangladesh বাংলাদেশে মোবিল ইঞ্জিন ওয়েল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। মোবিল এর বাস, গাড়ি, মোটরসাইকেল এবং অন্যান্য অটোমোটিভ ইঞ্জিন ওয়েলসহ সব ধরনের ইঞ্জিন ওয়েল রয়েছে। ভালবাসার এই সিজন এ মোবিল তাদের কাস্টোমাদের নিয়ে এসেছে মোবিল ইঞ্জিন ওয়েল অফার।

মোবিল বাংলাদেশ এই অফারে দিচ্ছে একটি মোবিল ব্র্যান্ডেড টি-শার্ট, আপনাকে শুধু অনলাইনে মোবিল ইঞ্জিন ওয়েলটি ক্রয় করতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবেন এই ব্র্যান্ড টি-শার্ট।

অনলাইন এ ক্রয় করার ক্ষেত্রে আপনাকে এই অফারের মধ্যে কোন ধরনের ডেলিভারী চার্জ দিতে হবে না। এর মানে ডেলিভারী চার্জ ফ্রী।

এই অফারটি শুরু হয়েছে গত ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে, চলবে আগামী ২০ তারিখ ২০২২ তারিখ পর্যন্ত। তবে এর সাথে কিছু শর্ত রয়েছে। শর্ত গুলো জানার জন্য আপনাকে মোবিল এর অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ পাঠাতে হবে। অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত।

Published by Raihan Opu Bangla

Latest Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Upcoming Bikes