Shares 2

জিপি স্টার গ্রাহকরা পাচ্ছেন মবিল ইঞ্জিন ওয়েলের উপর ডিস্কাউন্ট অফার

Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla

পৃথিবী জুড়ে ইঞ্জিন ওয়েলের বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে মবিল ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড। বাংলাদেশেও ইঞ্জিন ওয়েলকে সবাই মবিল ই বলে থাকেন। বাংলাদেশে বিশেষ ভাবে বাইকারদের কাছে মবিল ইঞ্জিন ওয়েলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

জিপি স্টার গ্রাহকরা পাচ্ছেন মবিল ইঞ্জিন ওয়েলের উপর ডিস্কাউন্ট অফার

জিপি স্টার গ্রাহকরা পাচ্ছেন মবিল ইঞ্জিন ওয়েলের উপর ডিস্কাউন্ট অফার

বাংলাদেশে মবিল ইঞ্জিন ওয়েলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এমজেএল বাংলাদেশ। যারা বাংলাদেশে অরিজিলান এবং অথেনটিক মবিল ইঞ্জিন ওয়েল বিক্রয় করে থাকে। 

অপরদিকে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপারেটর হচ্ছে গ্রামীণফোন। মবিল এবার গ্রামীণফোন স্টার বা জিপি স্টারদের জন্য নিয়ে এসেছে দারূণ অফার। এবার মবিল ইঞ্জিন ওয়েলে ক্রয়ে জিপি স্টার গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়। 

জিপি স্টার গ্রাহকরা মবিল ইঞ্জিল ওয়েল ক্রয়ে পাচ্ছেন ৫% ডিস্কাউন্ট। এছাড়া থাকছে হোম ডেলিভারী ফ্রী। এর মানে আপনি যদি জিপি স্টার গ্রাহক হন তবে আপনি মবিল ইঞ্জিন ওয়েল অনলাইনে অর্ডার করার মাধ্যমে পেয়ে যাবেন ৫% ডিস্কাউন্ট এবং সেই সাথে হোম ডেলিভারী ফ্রী।

আপনি অনলাইনেও মবিল ইঞ্জিন ওয়েল ক্রয় করতে পারবেন। অনলাইনে মবিল ইঞ্জিন ওয়েল ক্রয়ে আপনাকে মবিল বাংলাদেশ এর অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে সেখান থেকে ইঞ্জিন ওয়েল ক্রয় করতে হবে। 

মোটরসাইকেল ইঞ্জিন ওয়েল সহ মোটরসাইকেলের এক্সেসরিজসহ সকল তথ্য এবং টিপস সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla