Shares 2

পানির মধ্যে বাইক চালানোর সঠিক নিয়ম এবং সতর্কতা - বিস্তারিত

Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla

এই সময়টাতে আমাদের দেশের অনেক রাস্তায় পানি জমে যায় , আর ইমারজেন্সি কারনে পানির মধ্যে বাইক চালাতে হয়। যেহেতু দেশে বন্যা হচ্ছে  এবং ভারি বৃষ্টির কারনে অনেক রাস্তায় পানি জমে যাচ্ছে তাই আমরা যারা বাইকার আছি তাদের পানির মধ্যে বাইক চালানোর সঠিক নিয়মটা জানা থাকা দরকার। পানির মধ্যে বাইক চালানোটা একেবারে সহজ কাজ না আবার আপনি সঠিক উপায় জানলে কাজটা তেমন কোন কঠিন কাজও না।

 পানির মধ্যে বাইক চালানোর সঠিক নিয়ম এবং সতর্কতা

পানির মধ্যে বাইক চালানোর সঠিক নিয়ম

১- পানির মধ্যে বাইক চালাতে হলে সবার প্রথমে আপনার বাইকের গিয়ার কমিয়ে নিন , এর কারন হচ্ছে আপনি যদি বেশি গিয়ার দিয়ে অল্প গতিতে বাইক চালাতে যান সেক্ষেত্রে বাইক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

২- থ্রটল নিয়ন্ত্রনের মধ্যে রাখুন , এটা পানির মধ্যে বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পানির মধ্যে বাইক চালানোর সময় আপনি যদি থ্রটলের এই পরিমাপ না বুঝেন তাহলে আপনি বড় ধরনের দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন।

৩- চাকার মুভমেন্ট আপনার বুঝতে হবে, আপনি যখন কোন রাস্তা দিয়ে বাইক চালান তখন রাস্তার কি অবস্থা সেটা আপনি দেখতে পারেন। কিন্তু রাস্তা যখন পানির নিচে থাকে তখন আপনি দেখতে পাবেন না রাস্তায় কি আছে। তাই পানির মধ্যে দিয়ে বাইক চালানোর সময় চাকার মুভমেন্টে এর উপর আপনাকে বুঝে নিতে হবে রাস্তার কি অবস্থা। আর সেটা বুঝে আপনাকে বাইক চালাতে হবে।

৪- আপনি পানির মধ্যে বাইক চালানোর সময় যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি সচেতন আপনার থাকতে হবে সেটা হচ্ছে বাইক ব্রেক করার বিষয়ে। পানির মধ্যে আপনি যদি বাইকের ব্রেক ধরায় ভুল করেন সেই ক্ষেত্রে আপনি বড় ধরনের দূর্ঘটনার পরবেন।

৫- আপনার বাইকের সাইলেন্সর যদি ডুবেও যায় কিন্তু আপনি যদি আপনার বাইক অফ হওয়ার সুযোগ না দেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনে কখনো পানি ঢুকবে না। তবে আমার মতে আমাদের দেশের রাস্তায় হাল্কা পানি থাকলেও তার মধ্যে দিয়ে যাওয়া উচিৎ না। কারন আজ যে রাস্তা ভালো কাল সে রাস্তায় ম্যানহোলের ঢাকনা কোন ঢাকনা খোলাও থাকতে পারে।

 পানির মধ্যে বাইক চালানোর সঠিক নিয়ম এবং সতর্কতা

৬- আপনি যদি এমন কোন রাস্তায় বাইক চালান যে রাস্তা পানির নিচে তাহলে আপনার অবশ্যই আগে থেকে ওই রাস্তা সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে। কারন রাস্তা সম্পর্কে না জানা থাকলে আপনি যদি ওই রাস্তা দিয়ে বাইক চালাতে যান এবং রাস্তায় যদি কোন গর্ত থাকে তাহলে আপনি বড় ধরনের দূর্ঘটনার স্মমুখীন হবেন।

৭- অনেকের মনে একটা প্রশ্ন থাকে, বাইক কতটুকু ডুবে যাওয়া পর্যন্ত চালানো যায়। আপনি যেখান দিয়ে বাইক চালাবেন সেই জায়গা সম্পর্কে আপনি যদি অবগত থাকেন এবং সঠিক নিয়মে বাইক চালান তাহলে আপনার বাইক আলমোস্ট ৫০% ডুবে গেলেও আপনি বাইক চালাতে পারবেন।

৮- বৃষ্টির দিনে ঢাকার মধ্যে অনেক জায়গায় পানি জমে যায়, যাদের বাসা উক্ত এলাকায় তাদের বাধ্য হয়ে ওই পানির মধ্যে দিয়ে বাইক চালিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে হয়। যখন আপনি পানি মধ্যে দিয়ে বাইক চালাবেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সব সময় বাস থেকে নিরাপদ দূরত্বে থাকবেন।

পরিশেষে একটা বলতে চাই , যদি খুব বেশি প্রয়োজন না হয়ে থাকে তাহলে পানির মধ্যে দিয়ে বাইক চালানোর দরকার নেই। আর যদি কখনো চালানোর প্রয়োজন হয় তাহলে সর্ব্বোচ্চ সতর্ক থেকে বাইক চালাতে হবে।

Published by Ashik Mahmud Bangla