Shares 2

বাংলাদেশ লঞ্চ হলো হোন্ডার ১২৫সিসির নতুন মোটরসাইকেল হোন্ডা এসপি-১২৫ বিএস-সিক্স

Last updated on 01-Aug-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশে লঞ্চ করল তাদের ১২৫সিসি কমিউটার সেগমেন্টের স্টাইলিশ মোটরসাইকেল Honda SP 125 BS-VI। এক জমকালো আয়োজনের মাধ্যমে বিএইচএল বাংলাদেশে ১২৫সিসি কমিউটার সেগমেন্টের বাইকটি লঞ্চ করেছে। 

বাংলাদেশ লঞ্চ হলো হোন্ডার ১২৫সিসির মোটরসাইকেল হোন্ডা এসপি-১২৫ বিএস-সিক্স

হোন্ডা বাংলাদেশ প্রথমবারের মতো প্রিমিয়াম স্টাইল, আরামদায়ক ও বিচিত্র বৈশিষ্ট্যের পিজিএম-এফ আই ইঞ্জিনের নতুন হোন্ডা এসপি-১২৫ বিএস-সিক্স মোটরসাইকেল বাংলাদেশের বাজারে এনেছে। শনিবার ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এর মাধ্যমে বাইকটি সবার সামনে উদ্বোধন করেছে হোন্ডা।  

অনুষ্ঠানে হোন্ডা বাংলাদেশের এমডি ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ মোটরসাইকেল আনতে পেরে তারা আনন্দিত। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে গ্রাহকদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত এবং হোন্ডা ব্র্যান্ডের প্রতি আস্থা ও নির্ভরশীলতা বাড়বে বলে তারা বিশ্বাস করেন। 

বাইকটি মুল্য ধরা হয়েছে, ১,৬৩,০০০/- টাকায় এবং এটি দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে এসপি-১২৫ পাওয়া যাচ্ছে। বাইকটি ৪টি ভিন্ন রং পাওয়া যাচ্ছে। এগুলো হলো– পার্ল সাইরেন ব্লু, ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক।

কোম্পানির চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, নতুন মোটরসাইকেল উন্নত স্মার্ট পাওয়ার প্রযুক্তিসমৃদ্ধ করা হয়েছে। এতে রয়েছে বিভিন্ন ফার্স্ট ইন সেগমেন্টের উন্নত প্রযুক্তি, প্রিমিয়াম স্টাইল, বাড়তি আরামসহ নানা সুবিধা।

নতুন ওবিডি-২ কমপ্লায়েন্ট এসপি-১২৫ গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে এবং পারফরম্যান্স, স্বাচ্ছন্দ্য, স্থায়িত্ব এবং উন্নত জ্বালানি দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে বলে তাঁর বিশ্বাস। অনুষ্ঠানে জানানো হয়, এসপি-১২৫ মোটরসাইকেল প্রতি লিটারে ৬৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ সুবিধা।

হোন্ডা এসপি-১২৫ বিএস-সিক্স

এতে রয়েছে ডিজিটাল মিটার, যা চলমান অবস্থায় রাইডারকে ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, ট্রিপ, ক্লক, অন-বোর্ড ডায়াগনস্টিক লাইট ইত্যাদি বিষয়ে অবগত করে। এক্সটার্নাল ফুয়েল পাম্প জ্বালানি ট্যাঙ্কের বাইরে লাগানো থাকে। ফলে আরও সহজে এর রক্ষণাবেক্ষণ করা যায়।  

আমরা আশা করছি ১২৫সিসি সেগমেন্টে বাইকটি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। আর বাইকটি যেহেতু ১২৫সিসিতে বেশ স্টাইল, ইউনিক, ও ভাল পারফর্মেন্স প্রদান করবে বলে আশা করা যাচ্ছে, তাই বাইকটি সবার কাছেই গ্রহণযোগ্যতা পাবে বলে আমরা আশা করছি। 

এছাড়া, বাইক ও বাইকিং কমিউনিটির সর্বশেষ খবর, বাইকের দাম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes