Shares 2

Yamaha FZS V2 বাইকের মালিকানা রিভিউ - মিরন মিয়া

Last updated on 19-Mar-2025 , By Shuvo Bangla

আমি মিরন মিয়া , আপনাদের সাথে আমি আজ আমার ব্যবহার করা Yamaha FZS V2 বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । যখন বাইক ছিলো না তখন বাইকার এর  ফিলিংস টা বুঝতে পারতাম না তবে এখন বাইক থাকার কারনে জিনিস গুলো ফিল করি । 

আমার জীবনে বাইক মানে অন্য রকম একটা আবেগের জায়গা । এই বাইক দিয়া আমার ব্যাচেলর জীবনের বন্ধু ভাই সবাইকে নিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি , তবে সময় গুলো এখন খুব মিস করি । একটা সময় ছিলো বন্ধুদের নিয়ে এলাসিন ব্রিজে ঘুরতে যেতাম আড্ডা দিতাম। সেরা স্মৃতি হয়ে থাকবে কলেজে জীবনের যা বলে বুঝানোর মত না।

ইয়ামাহা ব্রান্ড এর প্রতি এক অন্য রকম ভালোবাসা কাজ করে কারন এর লং লাস্টিং ইঞ্জিন এবং ভালো সার্ভিস । বাইকটি নিয়ে আমি কখনো কোন ধরনের ঝামেলায় পরিনি । এর ব্রেকিং সিস্টেম এবং ব্যালেন্সিং অন্য বাইকের থেকে অনেক ভালো । বাইকটির বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে । লং রাইড করে কোন প্রকার ব্যাক পেইন ইস্যু পাইনি । 

মাইলেজ এভারেজ ৪০ পাই , এখন পর্যন্ত কোন প্রকার পার্টস পরিবর্তন করতে হয়নি । সার্ভিস গুলো অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকেই করাই । বেশ কয়েকটা লং ট্যুর দিয়েছি এবং ব্যক্তিগত প্রয়োজনে সবসময় রাইড করা হয় । 

Yamaha FZS V2 বাইকের কিছু ভালো দিক -

  • মাইলেজ 
  • ব্রেকিং
  • ব্যালেন্সিং
  • কন্ট্রোলিং
  • স্মুথ ইঞ্জিন  

Yamaha FZS V2 বাইকের কিছু খারাপ দিক - 

  • ইঞ্জিন পাওয়ার কম 
  • পার্টস এর দাম বেশি 

আমি বাইক নিয়ে আমার মনের ফিলিংস গুলো শেয়ার করলাম । আমি বাইকবিডির সেরা একজন ফ্যান। আমার ছোট এই রিভিউতে কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আমার রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ । 

লিখেছেনঃ মিরন মিয়া

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।


Published by Shuvo Bangla