Shares 2
Honda X-Blade 160 ABS মালিকানা রিভিউ মাইলেজ, পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা - সাকিবুল
Last updated on 26-Aug-2025 , By Shuvo Bangla
আসসালামু আলাইকুম আমার নাম সাকিবুল ইসলাম । আমি বর্তমানে হোন্ডার Honda X-Blade 160 ABS বাইকটি ব্যবহার করছি। যেদিন বাইকটি কিনতে গিয়েছিলাম সেদিন আমার সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কথা ছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ভালো কোন সেকেন্ড হ্যান্ড বাইক পাইনি। পরে আব্বু বলে সেকেন্ড হ্যান্ড বাইক খুজার দরকার নাই চল নতুন বাইক কিনি পরে চলে গেলাম হোন্ডা শোরুমে Honda X-Blade 160 ABS BLACK বাইকটি পছন্দ করি ও নিয়ে নেই।

Also Read: Honda NX500 Price In BD
বাইকটি ২০২৩ সালে ১৫ ডিসেম্বর ক্রয় করি। এখন পর্যন্ত প্রায় ৮৫০০ কিলোমিটার চালিয়েছি এরমধ্যে বড় কোন ঝামেলা বা বিপদের সম্মুখীন আমি হইনি। বাইকটি এক কথায় দেখতে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বাইকটিকে নাম দিয়েছি ব্ল্যাক প্যান্থার। কিছু কিছু দিক একটু উন্নত করা উচিত যেমন পিছনের ডিস্ক ব্রেক ধরলে ক্যাচ ক্যাচ শব্দ করে এই জিনিসটা সমাধান করা উচিত এছাড়া আর আমি তেমন খারাপ দিক পাইনি।

Also Read: Motorcycle Price In Bangladesh
আমি যখন বাইকটি প্রথম কিনি তারপরের দিন একটা ডে-ট্যুর দিয়েছিলাম। তখন ৫০ কিলোমিটার লিটারে মাইলেজ পেয়েছি হাইওয়েতে পিলিওন সহ। কিন্তু আস্তে আস্তে মাইলেজ কমে যাচ্ছে আমি যখন সেকেন্ড লং ট্যুর দিয়েছি তখন ৩৪ থেকে ৩৫ কিলোমিটার লিটারে মাইলেজ পেয়েছি। সেটা পরে সার্ভিস সেন্টার কে বলি তারা সেটিকে সমাধান করে দেয় এখন আমি ৪০/৪২ কিলোমিটার পার লিটারে হাইওয়েতে মাইলেজ পাই। এই বাইকটিকে সবাই মাইলেজ কিং বলে। তাই এই বাইকটি আমি কিনেছি। দেখতে সুন্দর তারপর কম বাজেট এর ভিতর এবিএস সিস্টেম লুকিং সবকিছু বিবেচনা করে এই বাইকটি কিনা। Honda X-Blade Abs এখন Fi version পাওয়া যাচ্ছে যা আগের থেকে অনেক বেশি মাইলে ও সুন্দর গ্রাফিক্স বাংলাদেশের লঞ্চ হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে।

Also Read: Honda Bike Price in Bangladesh
এক কথায় বাইকটি অসাধারণ আমি হোন্ডা সেলস পয়েন্ট থেকে বাইকটি ক্রয় করি তারা আমাকে যথেষ্ট পরিমাণে সার্ভিস দেয় এবং আমি যে মাইলেজ এর প্রবলেমটা ফেস করেছি তারা সমাধান করে দেয় এখন আমি হাইওয়েতে 40 থেকে 42 কিলোমিটার পার লিটার পাচ্ছি আর সিটি তে তেমন হিসাব করি না তাই সেটার আইডিয়াটা বলতে পারছিনা। এই প্রায় দুই বছরে বাইকটির সাথে আমার কোন খারাপ অভিজ্ঞতা নাই কোন বিপদে সম্মুখীন হই নি তাই বলতে পারি সবাই নিতে পারেন । ধন্যবাদ ।
লিখেছেনঃ সাকিবুল ইসলাম
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
T
Published by Shuvo Bangla