Shares 2
বাইকারদের জন্য রয়েল এনফিল্ড আয়োজন করেছে টেস্ট রাইড ইভেন্ট
Last updated on 08-Jul-2025 , By Arif Raihan Opu
সিসি লিমিট বৃদ্ধি্র পরে বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড Royal Enfield বাংলাদেশে এসেছে- এটা বেশ পুরাতন খবর। বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চিং হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২৩ বছরের পুরাতন এই ব্র্যান্ড টিকে ঘিরে সাধারণ মানুষ এবং বাইকারদের আগ্রহ ও আকর্ষণ অনন্য উচ্চতায় তা বলাই বাহুল্য।
রয়েল এনফিল্ড টেস্ট রাইড ইভেন্ট

প্রতিদিন প্রচুর মানুষ এই ব্র্যান্ডের আইকনিক মোটরসাইকেল গুলো এক নজর দেখার জন্য এবং টাচ এন্ড ফিল নেওয়ার জন্য তেজগাঁও এ অবস্থিত Royal Enfield এর ফ্ল্যাগশিপ শোরুম ভিজিট করেন, এবং দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ ও আকাঙ্ক্ষা ছিল এই আকর্ষণীয় বাইকগুলো একবার চালানোর সুযোগ পাওয়ার।
সাধারণ বাইকারদের এই আগ্রহ ও আকাঙ্ক্ষা কে সম্মান জানিয়ে Royal Enfield Bangladesh তথা ইফাদ মটরস লিঃ আয়োজন করেছে Royal Enfield টেস্ট রাইড ক্যাম্পেইন এর।

আগামী ১২ই জুলাই, শনিবার ঢাকার আগারগাঁওতে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারা দিন ব্যাপী এই টেস্ট রাইড ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ইভেন্টটি সবার জন্য উন্মুক্ত এবং আপনারা সবাই উক্ত ইভেন্টে সাদরে আমন্ত্রিত।
Also Read: Motorcycle Price In Bangladesh

তবে আর দেরী কেন? এখনই নিচে দেওয়া গুগল ফর্মে নির্দিষ্ট তথ্য প্রদান করে আপনার রেজিস্ট্রেশন এবং টেস্ট রাইড শিডিউল বুক করুন।
বিশেষ দ্রষ্টব্য- টেস্ট রাইডে অংশগ্রহণ করতে হলে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
গুগল ফর্ম লিংক- https://forms.gle/1VxfMe6cgq4uypQy5
বিস্তারিত জানতে রয়েল এনফিল্ড বাংলাদেশ এর ফেসবুক পেজে মেসেজ করতে পারেন।
এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত যেকোন খবর ও তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu