Shares 2

সুজুকি বাংলাদেশ তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে মাই সুজুকি এপ

Last updated on 02-Sep-2025 , By Arif Raihan Opu

বর্তমানে আধুনিক প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গিয়েছে। মোটরসাইকেল নতুন নতুন প্রযুক্তি হচ্ছে। এছাড়া মোটরসাইকেল ব্র্যান্ড গুলো কাস্টমারদের সার্ভিস দেয়ার জন্য অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তার ধারাবাহিকতায় সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টমাদের জন্য নিয়ে এসেছে সুজুকি মাই এপ।

মাই সুজুকি এপ বাংলাদেশ - র‍্যানকন মোটরবাইকস লিমিটেড

এই এপের মাধ্যমে কাস্টমার তার সুজুকি মোটরসাইকেলের সকল তথ্য পেয়ে যাবেন। এছাড়া আপনার মোটরসাইকের সার্ভিস শিডিউল করা থেকে শুরু করে বাইকের ট্র্যাক হিস্টোরি, সার্ভিস হিস্টোরি সহ সকল তথ্য পেয়ে যাবেন। 

বাইকারকে কষ্ট করে এখন আর শোরুমে গিয়ে বাইক দেখতে হবে না। এই এপের মাধ্যমে কোন বাইকটি কোন শোরুমে এভেইলেবল আছে সেই তথ্যও জানা যাবেন। সুজুকি সম্পর্কিত সকল তথ্য, খবর এবং অফার সব কিছুই এই এপে পাওয়া যাবে।

Also Read: Suzuki Motorcycle Showroom In Bangladesh

আপনার সুজুকি বাইকের সার্ভিস থেকে শুরু করে সকল সমস্যার সমাধানও এই এপের মাধ্যমেই পাওয়া যাবে। এছাড়া আপনার কাছাকাছি সুজুকি ডিলার পয়েন্ট এবং তার ঠিকানা ও বিস্তারিত এই এপেই পেয়ে যাবেন। 

বলা যায় আপনার সুজুকি সম্পর্কিত সকল সমস্যা সমাধান এই এপে হয়ে যাবে। এপটি এন্ড্রয়েড এবং আইওএস দুটি ভার্সনের জন্যই এভেইলেবল করা হয়েছে। এপটি ডাউনলোড করে আজই মাই সুজুকি এপে কানেক্ট হয়ে যান। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu