ঈদের খুশি এবার বাজাজ অফারে হবে আরো বেশি || BikeBD

1950 Views • 25 Mar 2024
ঈদের খুশি এবার বাজাজ অফারে হবে আরো বেশি!
Pulsar N সিরিজ বাইকের সাথে ছবি তুলে জিতে নিন নতুন পালসার N250 ও N160। যদি আপনার N সিরিজের বাইক না থাকে, তাহলে চলে আসুন নিকটস্থ শোরুমে আর ছবি তুলে পোস্ট করুন।
অংশগ্রহণের নিয়মাবলি:
১. Pulsar N250 অথবা Pulsar N160-এর সাথে ছবি তুলে পাবলিকলি শেয়ার করুন আপনার ফেইসবুক অথবা ইন্সটাগ্রাম প্রোফাইলে।
২. ছবি শেয়ার করার সময় ক্যাপশনে লিখুন "ঈদের খুশি বাজাজ-এ বেশি" আর এই ৩টি হ্যাশট্যাগ ব্যবহার করুন #EidWithBajaj #First250CC #SegmentBest160
৩. ঈদ উৎসবে ২ জন ভাগ্যবান বিজয়ী জিতে নিবেন Pulsar N250 ও Pulsar N160।
৪. এছাড়াও প্রতি সপ্তাহে র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীর জন্য থাকছে স্যামসাং ট্যাব, স্যামসাং মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ।
৫. এডিট করা ছবি গ্রহণযোগ্য হবে না। ওয়াটার মার্ক থাকতে পারে, তবে ছোট আকারে।
৬. অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৭. প্রতিযোগিতায় অংশ নিলে আপনার ছবিটির স্বত্ব বাজাজ বাংলাদেশ-এর কাছে চলে যাবে। পরবর্তীতে যেকোনো সময়ে ছবিটি বাজাজ বাংলাদেশ ব্যবহার করতে পারবে।
৮. প্রতিযোগিতায় জমা পড়া প্রতিটি ছবির দায়ভার অংশগ্রহণকারীর নিজের। কপি করা কোনো ছবি জমা পড়লে তার জন্য বাজাজ বাংলাদেশ দায়ী হবে না।
৯. নীতিমালা এবং সময়কাল পরিবর্তনযোগ্য, এবং বাজাজ বাংলাদেশ অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত।
Up Next
More Related Videos
