Honda CB Hornet 160R ABS Overview

5/5

আমি রবিন, আমার বাসা যশোর জেলার শার্শা থানা। বর্তমানে আমি Honda Hornet 160 SD বাইকটি ব্যবহার করছি। বাইকটি মোট ২৩ হাজার কিলোমিটার রাইড করা হয়েছে। এখন আমি আমার এই Honda Hornet বাইকটি নিয়ে আমার কিছু রাইডিং অভিজ্ঞতা শেয়ার করছি। ১ঃ আমার বাসা যশোর জেলার শার্শা থানায় ৷ আমি যশোরে পড়ালেখা করি। মুলত প্রতিদিন যাতায়াতের জন্য Honda Hornet 160 বাইকটি কিনেছি। কম সময়ে যাওয়া এবং যানযটের বিরক্তিকর পরিস্থিতি থেকে বাচার জন্যই বাইক কেনা। তবে বাইক নিয়ে ঘুরতে খুব ভালোবাসি। ছোট বেলা থেকেই বাইকের প্রতি অন্যরকম একটা আগ্রহ ছিল। ২ঃ আমি ছোট-বড় অনেক গুলো ট্যুর কমপ্লিট করেছি। আমি বাইক ট্যুর দিতে অনেক ভালোবাসি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে বাইক ট্যুর অন্যতম মাধ্যম । বাইক চালানো শিখেছি যখন ক্লাস 3 পড়ি । আর আমি প্রথম বাইক কিনি ক্লাস একাদশ এ। ৩ঃ বাইকের প্রতি আমার অন্যরকম ভালোবাসা রয়েছে। Honda Hornet কখনো আমাকে অসন্তুষ্ট করে নাই। বাইকের লুকিং আমার বেশ ভাল লেগেছে, তারপর এর কুইক এক্সিলারেশন বেশ ভালো। যখন আমি বাইকটি কিনি তখন এর দাম ছিল ২ লক্ষ ১ হাজার টাকা। আমি সাতক্ষীরা থেকে ক্রয় করি এবং যশোর এর নাম্বার করেছি। যেদিন আমি বাইক কিনেছিলাম সেদিন আমার জন্য খুব স্পেশাল দিন ছিল এবং আমার সাথে গিয়েছিল আমার আম্মু ও আমার মামা, তারা আমার থেকে ও বেশি খুশি হয়েছিল। ৪ঃ যখন আমি বাইক ক্রয় করি তার আগে কখনো Honda Hornet রাইড করে দেখিনি। প্রথম যখন টেস্ট রাইড দিলাম সেই অনুভূতি ছিল অন্যরকম। ফ্যামিলির সবাই বাইক চেঞ্জ করার বিরুদ্ধে ছিল অনেক কষ্টে মা বাবাকে রাজি করছিলাম। আমার বাইকের মধ্যে সবথেকে পছন্দের রং হচ্ছে কালো। সেজন্য আমি আমার বাইকটি কালো রঙের নিয়ে থাকি। বাইকটিতে রয়েছে আধুনিক গ্রাফিক্স ডিজাইন এবং লুকিং সব কিছুই আমার ভালো লেগেছে । ৫ঃ ডিজিটাল স্পিডো মিটার, এই গুলো আমাকে বেশি মুগ্ধ করেছে। আমার যা যা চাহিদা ছিল সবকিছুই আমি এই বাইকটির মধ্যে পেয়েছি । প্রথমে আমি বাইকের বিষয়ে একটু উদাসীন থাকলেও পরে যত্নশীল হয়েছি। প্রথমে Honda Service Center থেকেই সার্ভিসিং করেছি। এখন বাসার পাশে হওয়ায় লোকাল সার্ভিস সেন্টারেই সার্ভিসিং করি। বড় কোন সমস্যা না হলে অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাই না। ৬ঃ আমি আমার Honda Hornet মাইলেজ পাই প্রায় ৫০ প্লাস ।মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট। বাইকের চেইন লুব করা এবং ওয়াস বাইরে থেকে করাই। বাইকের নিয়মিত স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার পরিষ্কার করে থাকি। ৭ঃ আমি আমার বাইকে তেমন কোনো মডিফাই করে নি শুধুমাত্র কিছু স্টিকার মডিফাই করেছি। বাইকের সামনে টেলিস্কোপিক ও পিছন মনোশক সাসপেনশন থাকায় অন রোডে এবং অফ রোডে অনেক কমফোর্টেবল ভাবে রাইড করা যায়। ৮ঃ আমি প্রথমে ইঞ্জিন অয়েল হিসাবে honda 10W30 ব্যবহার করতাম কিন্তু এখন ও honda 10w30ব্যবহার করি। honda এর পারফরম্যান্স একটু ভাল মনে হয়েছে তাই আমি রেগুলার honda 10W30 ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতেছি । honda এর মূল্য ছিল 450 টাকা । আমি ৮০০-১০০০ কিলোমিটার পর পর আমার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করি ।

Introduction

CB Hornet 160R ABS Price

CB Hornet 160R is a high performing bike which is available in the Bangladesh motorcycle market. CB Hornet 160R Price in BD is 255,000 Tk.

CB Hornet 160R ABS Seat Height

CB Hornet 160R Seat Height is 790 mm claimed by Honda and CB Hornet 160R user Seat Height is 790 mm.

CB Hornet 160R ABS Mileage

CB Hornet 160R mileage is 40 KMPL claimed by Honda and CB Hornet 160R user mileage is 40 KMPL.

CB Hornet 160R ABS Weight

CB Hornet 160R weight is 141 KG claimed by Honda and CB Hornet 160R user weight is 141 KG.

CB Hornet 160R ABS Top Speed

CB Hornet 160R Top Speed is 120 KMPH claimed by Honda and CB Hornet 160R user Top Speed is 120 KMPH.

CB Hornet 160R ABS Braking System

CB Hornet 160R ABS Braking system is Single Channel ABS.

CB Hornet 160R ABS Colours

CB Hornet 160R ABS colours are Blue, Green, and Red.

CB Hornet 160R ABS Images

Click Here

The 150cc section can be visible as the stepping stone in phrases of overall performance. The 150cc bikes offer a first-rate mix of performance, frugality, and affordability. In the shape of the Honda CB Unicorn and now the Unicorn 160, the Japanese -wheeler large has tasted tremendous success. 

Design & Features:

Buyers within the top rate 150cc segment need an aggressively styled and cutting-edge searching motorbike. Honda appears to have understood this reality, and we need to say that the Honda CB Hornet 160R is a hanging searching motorcycle.

One is welcomed with a trapezoidal headlamp unit with twin pilot lamps smartly incorporated into it, while the vast tank and edgy fuel tank extensions deliver the motorcycle a sharp searching profile. The posterior segment is petite with split snatch rails, and the X-shaped LED tail lamp endows the Honda CB Hornet 160R with an individual searching tail section.

Other thrilling bits on the new bike include multi-spoke alloy wheels, stubby exhaust muffler, and naked carbon end on gasoline tank and center frame panel. The all-digital console is a straight elevate from the Unicorn 160, and a redesigned console could have been extra welcome.

Fit and end are ideal, but the switchgear feels an era antique and desires to be updated. Engine kill switch has been given a miss, which is unacceptable on a top rate motorbike. We additionally did not like the first-rate switchgear at the CB Hornet 160R, and the concept it can have been better.

Engine & Performance:

The engine used on the Honda CB Hornet 160R is precisely the identical unit visible on the Unicorn 160. But the powerplant has been tweaked to extract extra juice out of it. The 162.7cc air-cooled motor churns out 15.9PS of max strength and a peak torque score of 14.8Nm. This makes the brand new 150cc motorcycle round 1.4PS and 0.2Nm of torque more than the Unicorn 160. Power is transmitted to the rear wheel with the aid of a 5-pace gearbox

The engine has an excessive-revving nature, and one needs to feed within the revs for the power band to kick in, which is a trait much like better displacement Honda automobiles. Acceleration is suitable for a 150cc bike; however, the CB Hornet 160R feels a chunk strained above 90kmph with vibes kicking in via pegs and handlebar. In-tools acceleration is also first-rate, which is helpful while overtaking at the highways.

The 5-pace gearbox is notchy, especially from 1st to 2nd gear, similar to the Honda Unicorn 160. But the gear ratios had been well explicitly dispensed for riding in visitors. Honda hasn’t launched gas performance figures for the Hornet 160; it’s far secure to count on a mileage parent of around 45kmpl usual.

Ride, Handling & Braking:

The Honda CB Hornet 160R employs a diamond-type body, as seen at the Unicorn 160. The handling of the motorcycle is magnificent as it dives into corners with notable enthusiasm.

Improving the coping with dynamics similarly is the 140mm segment chunky rear tire that aids the rider in growing the tilted perspective of the motorbike. Riding posture at the motorcycle is upright with the flat and extensive take care of bar feeling quality to preserve, and also you get a sensation of using a better displacement street bike. The footpegs are mildly rear-set, which gels well with the overall dynamics of the Hornet 160R, and a toe-best tools shifter has been supplied.

The seats feel a piece stiff, and one can not snugly hold the fuel tank; that’s a piece disappointing. The new Honda 150cc bike employs telescopic front forks and a mono-shock unit on the again, and the general trip satisfaction is ideal because it swallowed undulations and damaged roads without any problem.

Braking is accomplished via petal disc brakes at each end, and the motorcycle we tested turned into the CBS model, and universal braking overall performance changed into respectable. They offer top chunk; however, higher development from the levers would have been welcome.

Verdict:

In the form of the CB Hornet 160R, Honda, now, in the end, has a competitive imparting inside the top class 150cc motorbike segment. It seems the component with its sporty styling and chiseled strains making it a visually attractive motorcycle.

The motorcycle's performance is likewise appropriate with admiration to its opponents, and it gives decent fuel efficiency as nicely. It seems that Honda has got it right the third time around; however, whether the clients will provide the Japanese bikemaker the third hazard to success is something most effective time will inform.

Now let's see For your kind information Here are some of the most Honda Top Selling Bikes in bangladesh are honda x blade price in bangladesh, honda livo price in bd & cbr price in bangladesh. So Feel free to visit us for more info like updated bike news and many kinds of useful information.

So lets see all bike price in BD. For your kind information Here are some of the most Honda Top Selling motorcycle in Bangladesh are honda cb hornet 160r price in Bangladesh, honda livo price in Bangladesh. So Feel free to visit us for more info like updated bike news, bike price and many kinds of useful information.

CB Hornet 160R Video


Pros & Cons

Pros

Cons

Are you Confused?

Ask anything & get answer in 48 hours