হোন্ডা মোটরসাইকেল রেইন সার্ভিস অফার অগাস্ট ২০২৪

This page was last updated on 07-Jan-2025 11:44am , By Raihan Opu Bangla

মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর ভেতর সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে হোন্ডা। বাংলাদেশে হোন্ডার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। হোন্ডা বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে হোন্ডা সার্ভিস অফার। 

হোন্ডা মোটরসাইকেল রেইন সার্ভিস অফার

honda service offer in bangladesh august 2024

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড কর্তৃক অনুমোদিত যে কোনো ডিলার সেন্টার থেকে বাইকটি কিনে থাকলে আপনি এই অফারের অন্তর্ভুক্ত।  আপনার বাইকটি সার্ভিসের প্রয়োজন হলে অবশ্যই হোন্ডা অথোরাইজড সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস করাতে হবে। 

ক্যাম্পেইন অফার সমূহ:

  • ১২ টি পয়েন্ট ফ্রি চেকআপ 
  • প্রো হোন্ডা মিনারেল ইঞ্জিন অয়েল কিনলেই সাথে পাচ্ছেন চাবির রিং ফ্রি।  (স্টক থাকা সাপেক্ষে।)
  • প্রো হোন্ডা সিনথেটিক  ইঞ্জিন অয়েল কিনলেই সাথে পাচ্ছেন রাবারের চাবির রিং ফ্রি।  (স্টক থাকা সাপেক্ষে।)
  • প্রো হোন্ডা রেইনি সার্ভিস ক্যাম্পেইনে অংশগ্রহণ করলেই পাচ্ছেন হোন্ডা সেফটি রিফ্লেক্টর স্টিকার এবং সেফটি লিফলেট। (স্টক থাকা সাপেক্ষে।)
  • শুধুমাত্র ক্যাম্পেইনে অংশগ্রহণ করলেই পুরস্কার হিসাবে র‌্যাফেল ড্র এর মাধ্যমে পেতে পারেন ফ্রি প্রো হোন্ডা মিনারেল ইঞ্জিন অয়েল অথবা ফ্রি টি-শার্ট।

এছাড়াও সার্ভিস ক্যাম্পেইন চলাকালীন সময় থাকছে ফেসবুক ফটো কনটেস্টের মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ।

Also Read: Honda Motorcycle Price In Bangladesh

বিস্তারিত জানতে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন:

১. ক্যাম্পেইন  সময়কাল: ২৪-২৯ আগস্ট ২০২৪।

২. বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড কর্তৃক অনুমোদিত যে কোনো সার্ভিস সেন্টার থেকে হোন্ডা গ্রাহকরা ফ্রি চেকআপ সার্ভিস সুবিধাটি গ্রহণ করতে পারবেন।

৩. ফ্রি চেকআপ লিস্ট:

-ব্যাটারী ভোল্টেজ চেক  

-ইঞ্জিন অয়েল চেক 

-এয়ার ক্লিনার চেক

-স্পার্ক প্লাগ চেক

-থ্রোটল ফ্রি প্লে চেক

-ক্লাচ ফ্রি প্লে চেক

-ব্রেক চেক

-ইঞ্জিন বোল্ট এবং ফাস্টেনার্স  চেক 

-আইডিয়াল আর পি এম চেক 

-স্টিয়ারিং চেক 

-ড্রাইভ চেইন চেক

-টায়ার প্রেশার চেক

৪. ফ্রি চেকআপ সার্ভিস সুবিধা গ্রহণ করতে অনুগ্রহপূর্বক আপনার বাইকের ওয়ারেন্টি বুকলেট বা মালিকানা সংক্রান্ত কাগজাদি সার্ভিস সেন্টারে প্রদর্শন করুন।

৫. উপরোক্ত ১২ টি চেকপয়েন্ট ফ্রি চেকআপ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। ১২ টি চেক পয়েন্টের বাইরে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে রেগুলার সার্ভিস চার্জ ধার্য হবে।

৬. সুশৃঙ্খলভাবে এবং সম্ভাব্য দ্রুততম সময়ে সার্ভিস গ্রহণের সুবিধার্থে, প্রি-বুক করে যাওয়ার জন্য সম্মানিত গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত জানতে হোন্ডার অথোরাইজড সার্ভিস সেন্টার এবং অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল্য সাম্প্রতিক খবর, তথ্য, রাইডিং টিপস জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।