Honda CB Hornet 160R CBS দীর্ঘ ৫৩,০০০ কিলোমিটারের অভিজ্ঞতা - রাজ
This page was last updated on 07-Sep-2025 05:10pm , By Md Kamruzzaman Shuvo
আমি আব্দুল মুত্তালিব রাজ , আমি বর্তমানে Honda CB Hornet 160R CBS ব্যবহার করছি। বাইকটির সঙ্গে আমার যাত্রা শুরু হয় ২০২২ সালে কোরবানির ঈদের আগের দিন। ঢাকাতে কাউকে কিছু না জানিয়ে, ঈদের ছুটিতে যশোরে দুলাভাইয়ের সঙ্গে সেকেন্ডহ্যান্ড অবস্থায় বাইকটি কিনেছিলাম। ঈদের আগের দিন সন্ধ্যায় যখন বাসায় পৌঁছালাম, তখন সবার অবাক হওয়ার মুহূর্তটিই ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের চমক।

Honda Hornet 160R CBS মালিকানা রিভিউ – দীর্ঘ ৫৩,০০০ কিলোমিটারের অভিজ্ঞতা
যখন বাইকটি কিনি তখন এর ওডোমিটারে ১৫,০০০ কিলোমিটার চলা ছিল। বর্তমানে সেটি বেড়ে ৫৩,০০০ কিলোমিটার ছুঁয়েছে, তবুও সার্ভিস এখনো অসাধারণ রয়েছে । Honda CB Hornet 160R CBS এর সবচেয়ে পছন্দের দিক হলো এর ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলিং। বাইকের টায়ার সাইজও যথেষ্ট ভালো, যা রাস্তায় আরও ভালো গ্রিপ ও স্থিতিশীলতা দেয়।
তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে -

- ইঞ্জিন কিল সুইচ নেই
- হেডলাইটের আলো আরও উজ্জ্বল হতে পারত
Also Read: Motorcycle Price In Bangladesh
আমি ঢাকাতেই থাকি, তাই সিটি রাইড ও হাইওয়ে দুই অভিজ্ঞতাই আমার রয়েছে -

সিটি রাইডে মাইলেজ ৪২ – ৪৬ কিমি/লিটার
হাইওয়েতে মাইলেজ ৫১ – ৫৫ কিমি/লিটার
ইঞ্জিন এখনো পর্যন্ত রিবিল্ড করা হয়নি, যা হোন্ডার রিলায়েবিলিটির প্রমাণ। লং ট্যুরের ক্ষেত্রে বাইকটি অসাধারণ পারফরম্যান্স দিয়েছে। একাধারে ৫০০ কিলোমিটার চট্টগ্রাম থেকে সাতক্ষীরা চালিয়েছি কোন ধরনের ঝামেলা ছাড়াই। এছাড়াও একাধিকবার দীর্ঘ রুটে রাইড করেছি, সবসময়ই বাইকটি নির্ভরযোগ্য লেগেছে। সিটি রাইডেও কোনো সমস্যা ফেস করতে হয়নি। টার্নিং রেডিয়াস ছোট হওয়ায় খুব স্বাচ্ছন্দ্যে রাইড করা যায়, যা ব্যস্ত শহুরে পরিবেশে অনেক বড় সুবিধা।
হোন্ডা সবসময়ই ইঞ্জিন রিলায়েবিলিটি, স্মুথনেস, কন্ট্রোলিং এবং মাইলেজের জন্য আমার পছন্দের শীর্ষে ছিল। আর Honda CB Hornet 160R CBS সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। এটি নিঃসন্দেহে একটি অলরাউন্ডার প্যাকেজ। ইঞ্জিন লংজিবিটি, পাওয়ার, কন্ট্রোলিং ও মাইলেজের সমন্বয়ে এটি আমার কাছে একটি অসাধারণ বাইক।
Also Read: Honda Bike Price in Bangladesh
সব মিলিয়ে Honda Hornet 160R CBS একটি দারুণ বাইক। যারা নির্ভরযোগ্য ইঞ্জিন, ভালো মাইলেজ, শক্তিশালী কন্ট্রোলিং এবং স্পোর্টি লুকের একটি বাইক খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা একটি পছন্দ হতে পারে। আমি অবশ্যই অন্যদের এই বাইকটি কেনার জন্য উৎসাহ দেব। ধন্যবাদ ।
লিখেছেনঃ আব্দুল মুত্তালিব রাজ
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
