হুন্দাই এক্সট্রি ইঞ্জিন ওয়েল - ভিআইপি ইন্টারন্যাশনাল ৯ম ঢাকা বাইক শো ২০২৫
This page was last updated on 14-May-2025 06:12pm , By Raihan Opu Bangla
৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ অনেক গুলো ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড অংশ নিয়েছিল। এসব ব্র্যান্ডের ভেতর অন্যতম ব্র্যান্ড হচ্ছে হুন্দাই এক্সট্রি, ম্যানোল, ভিডোল ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড। এই ইঞ্জিন ওয়েল গুলো বাংলাদেশে অফিশিয়ালি নিয়ে আসছে ভিআইপি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
হুন্দাই এক্সট্রি ইঞ্জিন ওয়েল - ভিআইপি ইন্টারন্যাশনাল

ভিআইপি ইন্টারন্যাশনাল বাংলাদেশে তিনটি ইঞ্জিন ওয়েল ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া তারা এবার ঢাকা বাইক শো ২০২৫ তাদের সকল পণ্য প্রদর্শন করেছে।
Also Read: Motorcycle Engine Oil Price In Bangladesh
এবারই প্রথমবারের মত বাংলাদেশে তারা ভিডোল ইঞ্জিন ওয়েল লঞ্চ করেছে। ভিডোল একটি ভারতীয় ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড। এছাড়া এই বাইক শোতে আসা দর্শনার্থী এবং ক্রেতাদের জন্য ভিআইপি ইন্টারন্যাশল অফার দিয়েছিল।

Also Read: Hyundai Xtree Engine Oil Price In Bangladesh
এই অফারে সর্বোচ্চ আইফোন পর্যন্ত জিতে নেয়ার সুযোগ ছিল। এছাড়া তারা পরিবেশ বান্ধব কল দিয়েছে যে কলমটি কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। যে কাগজ গুলো রিসাইকেল কাগজ বা পুনরায় ব্যবহারযোগ্য। সেই সাথে কলমে শেষ প্রান্ত একটি করে বীজ ছিল যা রোপনের পর সেখানে থেকে চারা হবে এবং পরিবেশের উপকৃত হবে।

বাইক ও বাইক সম্পর্কিত সকল তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
