ভারতে লঞ্চ হলো BMW G 310 RR Limited Edition

This page was last updated on 29-Sep-2025 10:07pm , By Rafi Kabir

BMW নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রিমিয়াম মানের বাইক আর সুপারবাইক। তবে এবার BMW Motorrad তাদের জনপ্রিয় G 310 RR স্পোর্টস বাইককে নতুন ডিজাইন নিয়ে বাজারে এনেছে। এটি হলো BMW G 310 RR Limited Edition। মূলত ১০,০০০ ইউনিট বিক্রির মাইলস্টোন উদযাপনের জন্য এই স্পেশাল এডিশন আনা হয়েছে।

নতুন এডিশনে বাইকের ডিজাইন ও কালারে এসেছে কিছু বিশেষ পরিবর্তন। বাইকটি পাওয়া যাবে দুই রঙে Black ও White। বডিতে দেওয়া হয়েছে আকর্ষণীয় Blue ও Red graphics, আর wheel rim decals যোগ করেছে বাড়তি স্টাইল। Fuel tank ও fairing-এ নতুন স্টিকার দেওয়া হয়েছে, সাথে থাকছে বিশেষ “1/310” badge, যা Limited Edition এর আলাদা পরিচয় বহন করে। এই ডিজাইন আপডেট বাইকটিকে আরও  প্রিমিয়াম লুক দিয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে ইঞ্জিন আগের মতোই রাখা হয়েছে। বাইকটিতে আছে 312.2cc single-cylinder, liquid-cooled engine, যা থেকে পাওয়া যায় প্রায় 34 BHP power @ 9700 rpm এবং 27 Nm torque @ 7700 rpm। বাইকটিতে আছে 6-speed gearbox with slipper clutch, যা গিয়ার শিফটকে করে আরও মসৃণ। 

চালানোর আরামের জন্য রয়েছে উন্নত সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম। সামনে USD telescopic fork আর পেছনে mono-shock suspension ব্যবহৃত হয়েছে। টায়ারের সাইজও যথেষ্ট প্রশস্ত সামনে 110/70 section আর পেছনে 150/60 section। ব্রেকিং সেফটির জন্য আছে সামনে ও পেছনে disc brake with dual-channel ABS।

BMW G 310 RR এর ফুয়েল ট্যাঙ্কে রাখা যাবে 11 liters, আর ওজন প্রায় 174 kg। সাথে আধুনিক ফিচারের মধ্যে রয়েছে LED headlamp, LED indicators, LED tail lamp এবং বড় TFT digital instrument cluster, যেখানে speed, rpm, gear position থেকে শুরু করে fuel efficiency পর্যন্ত সব তথ্য দেখা যায়। এছাড়া রয়েছে multiple riding modes Track, Sport, Urban আর Rain, যা রাইডার এর রাইডকে আরো সুন্দর করে তুলবে।

সব মিলিয়ে বলা যায়, BMW G 310 RR Limited Edition হলো মূলত ডিজাইন ও প্রিমিয়াম লুকের আপডেট। Engine ও performance একই থাকলেও এই special edition বাইকটি তরুণ রাইডার এবং sports bike প্রেমীদের কাছে ভিন্ন মাত্রার আকর্ষণ তৈরি করবে।