সোলেক্স মোটরসাইকেল লক - ৯ম ঢাকা বাইক শো ২০২৫
This page was last updated on 06-May-2025 12:58pm , By Raihan Opu Bangla
৯ম ঢাকা বাইক শো ২০২৫ অংশ নিয়েছিল সোলেক্স বাংলাদেশ। সোলেক্স হচ্ছে একটি লক বা তালা কোম্পানি যারা মুলত মোটরসাইকেল এবং হোম লক তৈরি করে থাকে। এটি একটি থাইল্যান্ড ব্র্যান্ড।
সোলেক্স বাংলাদেশ ডিস্ক লক - ৯ম ঢাকা বাইক শো ২০২৫

বাংলাদেশে সোলেক্স এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ডেলফি। যারা বাংলাদেশে সোলেক্স এর সকল লক অফিশিয়ালি নিয়ে এসেছে। এছাড়া এবারের ৯ম ঢাকা বাইক শো এ তারা অংশ গ্রহণ করেছিল।
Also Read: Motorcycle Lock Price In Bangladesh
সোলেক্স এর ভিন্ন ভিন্ন মডেলের অনেক লক রয়েছে। সোলেক্স এর লক গুলো এসিড প্রুফ এর সাথে সাথে অনেক বেশি টেকসই এবং মজবুত। এবারের শো এ তারা তাদের সকল ধরনের লক প্রদর্শন করেছে।

বাইকারদের জন্য কম দামে ভাল মানের এবং উন্নত লক নিয়ে এসেছে। তাদের লক গুলো এসিড প্রুফ হবার কারনে বাইকারদের বেশ পছন্দ হয়েছে। তাছাড়া এসব লক বহন করা অনেক সহজ। সেই সাথে সোলেক্স বাসা বাড়ির জন্য আধুনিক লক নিয়ে এসেছে।

Also Read: SOLEX Motorcycle Lock Price In Bangladesh
ডোর ফিঙ্গার লক, পাসয়োর্ড লক থেকে শুরু করে সোলেক্সে বিভিন্ন মডেলের লক রয়েছে। এবারের শোতে সোলেক্স তাদের সকল ধরনের মোটরসাইকেল ডিস্ক লক প্রদর্শন করেছে। এছাড়া শোতে তাদের স্টলে বাইকার এবং দর্শনার্থীদের জন্য অনেক আকর্ষণীয় অফার দেয়া হয়ছিল।
