হুওয়াই-হাই দিচ্ছে ৩৬ মাসের ওয়ারেন্টি এবং ফ্রী হোম সার্ভিস সুবিধা
This page was last updated on 08-Jan-2026 12:47pm , By Arif Raihan Opu
বাংলাদেশে বর্তমানে ইলেকট্রিক ভেহিকল বা ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড রয়েছে অনেক। এই সকল ব্র্যান্ডের ভেতর অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে হুওয়াই-হাই। মুলত এটি একটি চাইনিজ ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড।

হুওয়াই-হাই দিচ্ছে ৩৬ মাসের ওয়ারেন্টি
বর্তমানে সহজে রাইড করা যায় এবং মেইনটেনেন্স খরচ কম হবার কারনে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাই বাংলাদেশেও নতুন নতুন ইলেকট্রিক ব্র্যান্ড গুলো তাদের নতুন মডেলের ইভি লঞ্চ করছে।
এই সকল ইভি ব্র্যান্ড গুলোর ভেতর অন্যতম ব্র্যান্ড হচ্ছে হুওয়াই-হাই। বর্তমানে হুওয়াই-হাই এর তিনটি মডেল এভেইলেবল আছে। মডেল গুলো হচ্ছে HUAIHAI Sparky, HUAIHAI E-Thunder, HUAIHAI ECORIDE। এখানে উল্লেখযোগ্য যে স্পার্কি মডেলের দুটি ভার্সন রয়েছে।

একটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি এবং অপরটি হচ্ছে গ্রাফাইন ব্যাটারি। এছাড়া নিত্য নতুন ডিজাইন, স্টাইল এবং কালার কম্বিনেশনে তারা তাদের ইস্কুটার গুলো লঞ্চ করছে। তারা দ্রুত বাংলাদেশের বাইকারদের ভেতর জনপ্রিয় হয়ে উঠেছে।
বর্তমানে হুওয়াই-হাই ৩৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে এবং সেই সাথে শুরু করেছে ফ্রী হোম সার্ভিস। এতে করে কাস্টমাররা তাদের প্রিয় স্কুটারটি সহজে সার্ভিস করতে পারবেন। এছাড়া যেকোন সমস্যার সমাধান কাস্টমার এখন ঘরে বসেই পেয়ে যাবেন।

হুওয়াই-হাই হটলাইন নাম্বার – ০১৩১৩০৫৭৮৮৮
বিস্তারিত জানতে আপনি এই নাম্বার ফোন করতে পারেন। অথবা হুওয়াই-হাই এর অথোরাইজড শোরুমে যোগাযোগ করতে পারেন।
মোটরসাইকেল এবং ইভি সম্পর্কিত সকল তথ্য, খবর ও আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।