বাংলাদেশে QJMotor এর শুভযাত্রা

This page was last updated on 20-Apr-2025 02:58pm , By Saleh Bangla

QJMotor হলো গণচীনের একটি বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচারার। এই প্রতিষ্ঠানটি Zhejiang Qianjiang Motorcycle Group Co. Ltd. এর অধীনে পরিচালিত একটি স্বয়ংসম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা চায়নীজ বাজারে অন্যতম বৃহত্তম মোটরসাইকেল, স্কুটার, ই-বাইক, ATV এবং ইঞ্জিন প্রস্তুতকারক হিসেবে পরিচিত। এছাড়াও কোম্পানীটির বিশ্বব্যাপী অন্যান্য খ্যাতনামা ব্র্যান্ডের সাথেও অংশীদারিত্ব রয়েছে।

ফলশ্রুতিতে, QJMotor চ‍ায়নীজ আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় মার্কেটের জন্যই তাদের কারখানায় বিভিন্ন ধরণের এবং বিভিন্ন ক্ষমতাসম্পন্ন বিস্তৃত পরিসরে মোটরসাইকেল প্রডাক্ট তৈরি করে। আর সেইসূত্রেই, QJMotor শীঘ্রই কিছু চমৎকার মোটরসাইকেল মডেল নিয়ে বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আর সম্ভাব্য সেই মোটরসাইকেলগুলো থেকে আজ আমরা দুটি ভিন্ন মডেলের মোটরসাইকেল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। চলুন তবে মোটরসাইকেলগুলো সম্পর্কে সংক্ষেপে কিছুটা জানা যাক।

 qj motor bangladesh price brand

বাংলাদেশে QJMotor এর শুভযাত্রা

বাংলাদেশে QJMotor তাদের ইনট্রোডাক্টরি প্রডাক্ট লাইনআপে ভিন্ন ক্যাটাগরীতে বেশকিছু ডেডিকেটেড ফিচারড মোটরসাইকেল মডেল নিয়ে আসতে যাচ্ছে। তাদের সেই বৈচিত্রপূর্ণ লাইনআপ থেকে আমরা নিশ্চিতভাবে বাজারজাত করা হবে এমন দুটি ভিন্ন মডেল আজকের ফিচার আলোচনার জন্য বেছে নিয়েছি। সুতরাং চলুন তবে সম্ভাব্য সেই মোটরসাইকেল মডেল দুটির কিছু সংক্ষিপ্ত বিবরণ জেনে নেওয়া যাক।

 

Monster SRK 180 – নেকেড স্ট্রিটফাইটার

QJMotor এর Monster SRK 180 মোটরসাইকেলটি বাংলাদেশের বাজারে শীঘ্রই লঞ্চ হতে যাওয়া QJMotor মোটরসাইকেল লাইনআপের একটি নেকেড স্ট্রিটফাইটার মডেল। এটি অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের একটি স্ট্রিট-নেকেড মোটরসাইকেল, যা অত্যন্ত নজরকাড়া স্পোর্টি প্রোফাইলের সাথে সাথে কিছু উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্যসহ এদেশের বাজারে আসতে যাচ্ছে। এই মোটরসাইকেলটি মূলত: সিটি কমিউটিং ও যেকোন ধরনের সলিড সারফেসে ফান রাইডিংয়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

সেইসূত্রেই মোটরসাইকেলটিতে রয়েছে একটি পারফর্মেন্স ফেকাসড ও ফুয়েল এফিশিয়েন্ট ইঞ্জিন; যেটি একটি ১৭৯.৮ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক, লিকুইড-কুলড, ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। ইঞ্জিনটিতে আরো রয়েছে SOHC 4-ভালভ ও সিক্স-স্পিড গিয়ার ট্রান্সমিশন সিস্টেম। এছাড়াও সামনের USD সাসপেনশনসহ এর ব্রেকিং সিস্টেমে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS সেফটি ফিচার। আর SRK 180 এর ইঞ্জিনটি মোটামুটি সর্বোচ্চ 18.2BHP@9,500RPM পাওয়ার এবং 15.2Nm@6,000RPM টর্ক উৎপন্ন করতে পারে।

Monster SRK 180 মোটরসাইকেলটির এই ইঞ্জিন স্পেসিফিকেশনের ফলে মোটরসাইকেলটি যেমন দ্রুত এক্সিলারেট করতে পারে তেমনি স্ট্যান্ডার্ড রাইডিংয়ে এটি জ্বালানি সাশ্রয়ের সাথে সাথে যথেষ্ট টপস্পিডও সহজে গেইন করতে পারে। এছাড়া, আকর্ষণীয় এই স্ট্রিট মেশিনটিতে বিস্তৃত পরিসরের কমিউটিং-ফ্রেন্ডলি ফিচার থাকায় এটি দৈনন্দিন রাইডিংকে আরো সহজ এবং উপভোগ্য করে তুলতে পারে। সুতরাং, আধুনিক ডিজাইনের সাথে, মোটরসাইকেলটি নিঃসন্দেহে সাধারণ কমিউটিংয়ের সাথে সাথে স্পিডি ফান রাইডিংয়ে যেকোনো ধরণের রাইডারের সাথে চমৎকার মানানসই একটি বাহন হতে পারে।

 

XRider SRV 160 – একটি স্টাইলিশ কমিউটার

QJMotor এর XRider SRV 160 হলো একটি স্ট্রিট ক্রুজার মোটরসাইকেল মডেল, যা QJ মোটরসাইকেল গ্যালারিতে থাকা চমৎকার একটি মোটরসাইকেল। QJMotor এর এই মোটরসাইকলটিও শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি একটি আধুনিক স্ট্রিট ক্রুজার মোটরসাইকেল, যা এর স্লিক ও স্মার্ট এক্সটেরিয়র প্রোফাইলে একটি ওল্ড-স্কুল ডিজাইন রিপ্রেজেন্ট করে। ফলে মোটরসাইকেলটি কেবল স্পোর্টি স্টাইলিংই নয় বরং ইজি ও কম্ফোর্টেবল রাইডিংয়ের মোটামুটি সকল বৈশিষ্ট্যই ধারণ করে।

আর অত্যন্ত আরামদায়ক রাইডিং ইরগনোমিক্সের সাথে সাথে, SRV 160 মোটরসাইকেলটিতে একটি 160cc এর একটি পারফর্মিং এবং ফুয়েল এফিশিয়েন্ট ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি একটি 159.4cc, সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন, যা SOHC 4-ভালভ সিস্টেম বৈশিষ্ট্যযুক্ত। মোটরসাইকেলটিতে সিক্স-স্পিড গিয়ার ট্রান্সমিশন রয়েছে এবং সেইসাথে ডুয়াল-চ্যানেল ABS ফিচারসহ এর ব্রেকিং আরো উন্নত করা হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে, ইঞ্জিনটি মোটামুটি সর্বোচ্চ 17BHP@9,250RPM পাওয়ার এবং 14Nm@7,250RPM টর্ক উৎপন্ন হকরতে পারে।

এই পারফরম্যান্স রেটিংসহ, XRider SRV 160 মোটরসাইকেলটি বেশিরভাগ স্ট্রিট রাইডিং কন্ডিশন স্মার্টলি মোকাবিলা করতে পারে সক্ষম এবং সেইসাথে এটি স্ট্যান্ডার্ড রাইডিং কন্ডিশনে চমৎকার ফুয়েল ইকোনমিও নিশ্চিত করতে পারে। সুতরাং বলা যায়, SRV 160 নি:সন্দেহে বাংলাদেশের বাজারের জন্য একটি আকর্ষণীয় প্রোফাইলযুক্ত মোটরসাইকেল হতে যাচ্ছে, যা কেবল দেখতেই  সুন্দর নয়, বরং এতে যথেষ্ট প্র্যাকটিক্যাল কমিউটিং ফিচারও রয়েছে। তো সবমিলিয়ে আশা করা যায় QJMotor বাংলাদেশের বাজারে শীঘ্রই চমৎকার কিছু মোটরসাইকেল আনতে যাচ্ছে।