হিরো মোটরসাইকেল নিয়ে এল নারীদের জন্য সহজ কিস্তি সুবিধা - ১২ মাস পর্যন্ত ০ শতাংশ ইন্টারেস্ট রেট

This page was last updated on 04-Aug-2025 02:31pm , By Raihan Opu Bangla

বিশ্ব জুড়ে স্কুটার সেগমেন্ট অনেক জনপ্রিয় দুই চাকার বাহন। হিরো বিশ্বজুড়ে সমাদৃত একটি মোটরসাইকেল এবং স্কুটার ব্র্যান্ড। হিরো বাংলাদেশে নারীদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। এই অফারে খুব সহজে তারা হিরো থেকে স্কুটার ক্রয় করতে পারবেন। 

হিরো স্কুটার ১২ মাসের ০শতাংশ ইন্টারেস্ট রেট সুবিধা

hero-emi-for-female

হিরো মোটরসাইকেল বাংলাদেশ নারী চালকদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। এই অফারে নারী চালকরা তাদের পছন্দের হিরো স্কুটার কিস্তি সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন। প্রায় ৩৬টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই কিস্তি সুবিধা নেয়া যাবে। এর সাথে থাকছে ০ শতাংশ ইন্টারেস্ট রেট ১২ মাসে।

Also Read: Motorcycle Price In Bangladesh

বর্তমানে হিরোর স্কুটার গুলো আগের থেকে অনেক বেশি আপডেটেড এবং আধুনিক ফিচার্স সমৃদ্ধ। সেই সাথে স্কুটারে যুক্ত করা হয়েছে আধুনিক স্টাইল এবং ডিজাইন। 

হিরো স্কুটার ফিচার্স -

  • ট্রেন্ডি ডিজাইন ও মডার্ন ফিচার — নারীদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত
  • ০% ইন্টারেস্টে ১২ মাসের EMI – ঝামেলাবিহীন কিস্তি সুবিধা
  • দেশের ৩৬টিরও বেশি ব্যাংকের ক্রেডিট কার্ডে EMI সাপোর্ট
  • চালাতে সহজ, লাইটওয়েট ও ট্র্যাফিকের জন্য একেবারে পারফেক্ট
  • থাকছে ৫ বছরের ওয়ারেন্টি — নিশ্চিন্ত রাইডের আশ্বাস

হিরোর স্কুটার এবং মোটরসাইকেল সম্পর্কে জানতে আপনার কাছাকাছি হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।