হিরো মটোকর্প বাংলাদেশ লঞ্চ করল নতুন Hero Hunk 150R!

This page was last updated on 03-Jan-2025 11:32am , By Shuvo Bangla

হিরো মটোকর্প বাংলাদেশ নিয়ে এসেছে নতুন Hero Hunk 150R। সম্প্রতি তারা এক ইভেন্টের মাধ্যমে বাইক বাংলাদেশে লঞ্চ করেছে। এই বাইকটি হিরোর সম্পূর্ন নতুন বাইক, বাইকটি হিরো থ্রিলার এবং হিরো হাঙ্ক এর মাঝামাঝিতে অবস্থান করবে।

হিরো মটোকর্প বাংলাদেশ লঞ্চ করল নতুন Hero Hunk 150R!

new hero hunk 150r launched in bangladesh

আপনি যদি Hero Hunk 150R বাইকটির দিকে একটু লক্ষ্য করে থাকেন তবে দেখতে পাবেন যে, বাইকটিতে নতুন অনেক কিছুই যুক্ত করা হয়েছে। বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে নতুন হ্যালোজেন হেডলাইট যা টেঁকনিক্যালি বলা যায় হিরো Hero Xtreme Sports বাইক থেকে নেয়া। ফুয়েল ট্যাঙ্কের পাশে নতুন সাইড কাওল বা শ্রাউড দেয়া হয়েছে। যদিও বাইকটির ইঞ্জিনের ক্ষেত্রে বলতে হয় এর ইঞ্জিন আগের হাঙ্কের মতই বা সেখান থেকে নেয়া হয়েছে। তবে তারা অনেক নতুন ফিচার্স যুক্ত করেছে। এই বাইকটিতে দেয়া হয়েছে ১৫০সিসি বিশিষ্ট এয়ার কুল্ড ইঞ্জিন, যা থেকে 14.2 BHP @ 8500 RPM & 12.6 NM @ 6500 RPM টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটি ওজনে প্রায় ১৪৮ কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১২.৪ লিটার ফুয়েল নেয়া যায়। এর ফুয়েল সিস্টেম হচ্ছে কার্বুরেট এবং এতে সেলফ ও কিক উভয় স্টার্টিং সিস্টেম দেয়া হয়েছে।

সামনের দিকে যুক্ত করা হয়েছে ১০০ সেকশন টায়ার ও রেয়ারে যুক্ত করা হয়েছে ১৩০সেকশন রেয়ার টায়ার। যা আগের ভার্সন থেকে অনেক বেশি প্রশস্ত। এছাড়া সামনের দিকে যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে ২৭৬মিমি ডিস্ক ব্রেক, এর সাথে যুক্ত করা হয়েছে এবিএস। রেয়ারে দেয়া হয়েছে ২২০মিমি রেয়ার ডিস্ক ব্রেক। তবে চাইল আপনি এবিএস ছাড়া ভার্সনটি ক্রয় করতে পারবেন এবং শুধু ডুয়েল চ্যানেল ভার্সনের বাইকটি আপনি ক্রয় করতে পারবেন। সাসপেশন এর ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে, এতে সামনের দিকে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে ৭ স্টেপ মনোশক সাসপেনশন। এই বাইকটির সিট হিরো থ্রিলারের মতই সিঙ্গেল সিট, তবে বেশ প্রশস্ত এবং বড়। 

Also Read: Hero Bike Showroom in Sherpur: Rural Electro Plus (Bogra)

Hero Hunk 150R এর স্পিডোমিটারটি হচ্ছে ডিজিটাল স্পিডোমিটারের সাথে এনালগ রেভ কাউন্টার। এটি এক্সট্রিম স্পোর্টস বাইকটির স্পিডোমিটারের সাথে অনেকটাই সাদৃশ রয়েছে। এছাড়া রেয়ারে পিলিয়নের জন্য দেয়া হয়েছে গ্রেইব রেইল। গত কয়েক বছর ধরে হিরো বেশ কয়েকটি নতুন ও আকর্ষণীয় মডেলের বাইক বাজারে নিয়ে এসেছে। এই বাইক গুলোর মধ্যে রয়েছে Hero Ignitor, Passion X Pro, Hero Thriller এবং সর্বশেষ সংযোজন হচ্ছে Hero Hunk 150R। বর্তমানে বাংলাদেশে Hero Hunk 150R এর দুটি ভার্সন পাওয়া যাবে। এদের মধ্যে একটি হচ্ছে ডুয়েল ডিস্ক নন এবিএস মানে এবিএস ছাড়া এর দাম হচ্ছে ১,৬৪,৪৯০/- টাকা এবং অপরটি হচ্ছে ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস ও এর দাম হচ্ছে ১,৭৪,৪৯০/- টাকা।