সুজুকি মোটরসাইকেল দিচ্ছে ১৬টির বেশি ব্যাংক থেকে ০% কিস্তি সুবিধা
This page was last updated on 15-Sep-2025 04:01pm , By Arif Raihan Opu
বাংলাদেশে বর্তমানে মোটরসাইকেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। অনেকেই প্রতিদিনের যাতায়াত থেকে শুরু করে ছুটির দিনে ভ্রমণ বা ঘোরাফেরায় মোটরসাইকেল ব্যবহার করে থাকেন। অফিসে যাওয়া আসা অথবা ভ্রমণের জন্য মোটরসাইকেল ব্যবহার বেড়েছে। ক্রেতাদের সুবিধার জন্য অনেক মোটরসাইকেল ব্র্যান্ড ভিন্ন ভিন্ন অফার এবং কিস্তি সুবিধা নিয়ে আসছে। যেমন সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ তাদের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ০% ইন্টারেস্ট রেট কিস্তি সুবিধা।
সুজুকি মোটরসাইকেল দিচ্ছে ০% কিস্তি সুবিধা - সর্বোচ্চ ৬ মাস

এখন থেকে সুজুকির যেকোন মডলের বাইক ক্রয়ে থাকছে কিস্তি সুবিধা। এখন থেকে ক্রেতারা সুজুকির মোটরসাইকেল কিস্তিতে ক্রয় করতে পারবেন, যেখানে ৬ মাস পর্যন্ত পাচ্ছেন ০% ইন্টারেস্ট রেট এর সুবিধা।
এছাড়া সুজুকির মোটরসাইকেল ক্রয়ে ১৬টির বেশি ব্যাংক কিস্তি সুবিধায় সহযোগিতা করছে। তবে বিস্তারিত জানত সুজুকি বাংলাদেশের এর অফিশিয়াল ফেসবুক পেজ অথবা সুজুকি অথোরাইজড শোরুমে যোগাযোগ করতে পারেন।

বর্তমানে মোটরসাইকেলের দাম কিছুটা বেশি হবার কারনে অনেকেই আছেন মোটরসাইকেল ক্রয় করতে পারছেন না। তাই সুজুকি সেই সকল ক্রেতাদের কথা মাথায় রেখে চালু করেছে এই কিস্তি সুবিধা। যাতে করে ক্রেতারা তাদের পছন্দের সুজুকি মোটরসাইকেল ক্রয় করতে পারেন।
তাই আপনার পছন্দের যেকোন সুজুকি মোটরসাইকেল ক্রয় করতে সুজুকির শোরুম যোগাযোগ করতে পারেন। এছাড়া সুজুকি বাংলাদেশ এর অফিশিয়াল ওয়েবসাইটেও বিস্তারিত জানতে পারবেন।

মোটরসাইকেল সম্পর্কিত সকল খবর ও তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
