সুজুকি ইন্ট্রুডার খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে

This page was last updated on 15-Jul-2024 05:00am , By Saleh Bangla

সুজুকি ইন্ট্রুডার লঞ্চ করতে যাচ্ছে  সুজুকি মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটার র‍্যাংকন মোটরবাইক লিমিটেড। ২০১৮ সালের এপ্রিল মাসের শেষের দিকে বাংলাদেশে বাইকটি লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে। বাইকবিডি সর্বপ্রথম অনলাইন মাধ্যম যারা বাংলাদেশের বাইকারদের কাছে এই চমৎকার খবরটি তুলে ধরেছে ।

 সুজুকি ইন্ট্রুডার খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে বাংলাদেশে


Suzuki-Intruderসুজুকি ইন্ট্রুডার হচ্ছে ক্রুজার মোটরসাইকেল। সুজুকি প্রথমবারের মত বাংলাদেশে ক্রুজার মোটরসাইকেল লঞ্চ করতে যাচ্ছে। বাইকটির পুরো কনসেপ্ট সুজুকির লেজেন্ডারি ক্রুজার বাইক সুজুকি ইন্ট্রুডার ১৮০০সিসি বাইক থেকে নেওয়া হয়েছে। সুজুকি ইন্ট্রুডার যেটি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে তার ইঞ্জিনটি নেয়া হয়েছে, সুজুকি জিক্সার এর ১৫৫ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন। বাইকটির এর ইঞ্জিনে প্রায় ১৪.৬ বিএইচপি পাওয়ার এবং ১৪ এনএম টর্ক। এর ইঞ্জিনের সাথে ৫টি গিয়ার যুক্ত করা হয়েছে। আমরা কনফর্ম যে বাইকটির ইঞ্জিন হবে কার্বুরেটর ইঞ্জিন। বাইকটির ওজন ১৪৮ কেজি এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১১ লিটার নেয়া যায়। suzuki-intruder-150-price-bd বাইকটির এর সব থেকে আকর্ষনীয় বিষয়টি হল যে হেডলাইট যেটা এম১৮০০ থেকে নেওয়া। বাইকটিতে এলইডি প্রোজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। বাইকটির স্পিডোমিটার একেবারে সুজুকি জিক্সার এর স্পিডোমিটারের মত। বাইকটির টেইল লাইট ফুল এলইডি কিন্তু ইন্ডিকেটরস গুলো বাল্ব টাইপ। বাইকের এর ডানের সাইডে শার্প টুইন এক্সজস্টেড এবং যদিও আপনার মনে হবে ডিজাইন বেশ স্পোর্টি এবং বাইকটি দেখতেও বেশ লাক্সারি । বাইকের হাফ চেইন কভার এবং এক্সটেন্ড সাইড কাউল দেওয়া আছে। এতে করে বাইকটির সৌন্দর্য আরো দ্বিগুন হয়েছে এবং স্টাইলিশ লুকস এসেছে। suzuki-Intruder-150-bd-head-light

অন্যান্য ফিচারস এর সাথে বাইকে  ডুয়েল ডিস্ক ব্রেকস, এবিএস স্ট্যান্ডার্ড ( সিঙ্গেল চ্যানেল) , ১৭ ইঞ্চিস রিম, ১৪০ সেকশন রিয়ার টায়ার, টিউবলেস টায়ারস। সুজুকি ইন্ট্রুডার এ কিকের মাধ্যমে বাইক স্ট্যার্ট করার কোন সিস্টেম নেই শুধু মাত্র সেলফ স্ট্যার্ট রয়েছে। suzuki-intruder-150-tail-light আগে বলেছি বাইকটি র‍্যাংকন মোটরসাইকেল লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশে ২০১৮ সালের এপ্রিলের শেষের দিকে লঞ্চ হতে পারে এবং র‍্যাংকন বুকিং নেওয়া শুরু করবে ২০১৮ সালের এপ্রিলের মাঝামাঝি তাদের ডিলারের নেটওয়ার্কের মাধ্যমে। যারা আমাদের কাছে এই সুজুকি ইন্ট্রুডার বাইকটির দাম সর্ম্পকে জানতে চান আমরা তাদেরকে আমরা এখনো একদম শিওর নই বাইকটির দাম কত হতে পারে কিন্তু আমরা এটা বলতে পারব যে সুজুকি জিক্সার এসএফ এর দাম থেকে একটু হলেও বেশি হবে।

Latest Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Upcoming Bikes