বাংলাদেশের সবচেয়ে দামি বাইক ২০২১ – সেগুলো কি কি ? বিস্তারিত
This page was last updated on 13-Jan-2025 11:34am , By Raihan Opu Bangla
এই বছরে বাংলাদেশের সবচেয়ে দামি বাইক কি কি ? এমন প্রশ্ন আমাদের অনেক বাইকারদের মনেই আছে। আজ আমরা বাংলাদেশের সবচেয়ে দামি বাইক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।
বাংলাদেশের সবচেয়ে দামি বাইক ২০২১
Also Read: 10 Most Expensive Bike In The World - সবচেয়ে দামি ১০ টি মোটরসাইকেল
দামের দিক থেকে যে বাইকগুলো সবার আগে রয়েছে, সেগুলো হলোঃ
Honda CB150R Exmotion:
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৪৯ সিসির ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 20 HP পাওয়ার এবং 14.50 NM টর্ক উৎপন্ন হয়। বাইকটিতে ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে। বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৮.৫ লিটার। বাইকটির ওজন ১২৩ কেজি। নিরাপদ ব্রেকিং নিশ্চিত করতে বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে।
Yamaha XSR 155:
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫১.১ সিসির ইঞ্জিন, ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 19.3 HP @ 10,000 rpm পাওয়ার এবং 14.7 Nm @ 8500 rpm টর্ক উৎপন্ন হয়। বাইকটিতে ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে। বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১০ লিটার। বাইকটির ওজন ১৩৪ কেজি। বাইকটির সামনে এবং পেছনে উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
New Honda CBR 150R:
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৪৯.১৬ সিসির ইঞ্জিন, ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 17.1 PS @ 9,000 rpm পাওয়ার এবং 14.4 Nm @ 7,000 rpm টর্ক উৎপন্ন হয়। বাইকটিতে ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে। বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১২ লিটার। বাইকটির ওজন ১৩৭ কেজি।
Honda ADV 150:
এটি স্কুটার হলেও এতে ব্যবহার করা হয়েছে ১৫০ সিসির ইঞ্জিন, ইঞ্জিনটি লিকুইড কুলড। স্কুটারটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৮ লিটার। ব্রেকিং এ নিরাপত্তা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে সিংগেল চ্যানেল এবিএস।
Yamaha R15 V3 Indonesia:
বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 19.3 HP @ 10000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক 15 NM @ 8500 rpm। বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১১ লিটার। বাইকটির ওজন ১৩৭ কেজি। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে Telescopic USD সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে Monoshock সাসপেনশন।
Also Read: 10 Most Expensive Bike In The World - সবচেয়ে দামি ১০ টি মোটরসাইকেল
আজ আমরা আপনাদের সামনে যে বাইকগুলো নিয়ে আলোচনা করলাম এই সবগুলো বাইকের দাম ৫ লাখ টাকা থেকে শুরু করে তার উপরে। বাইক কম দামি হউক অথবা অথবা সবচেয়ে দামি সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
ধন্যবাদ