মোটরসাইকেলের নিরাপত্তায় ট্র্যাকার্সবিডি ভেহিকল ট্র্যাকিং সিস্টেম কেন সেরা?
This page was last updated on 04-Nov-2024 04:57pm , By Raihan Opu Bangla
মোটরসাইকেল বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অংশ। আমাদের শখের কিংবা প্রয়োজনীয় এই বাহনের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় ই চিন্তা করে থাকি।
মোটরসাইকেলের নিরাপত্তায় ট্র্যাকার্সবিডি ভেহিকল ট্র্যাকিং সিস্টেম কেন সেরা?
বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় মোটরসাইকেল চুরির ঘটনা খুবই বেড়েছে, এই অবস্থায় আমাদের মোটরসাইকেলের নিরাপত্তার জন্য বিভিন্ন লকের পাশাপাশি জিপিএস বা ভিটিএস ডিভাইস খুবই প্রয়োজন এবং উপযোগী।
ট্র্যাকার্সবিডি এমনই একটি ভিটিএস বা ভেহিকল ট্র্যাকিং সিস্টেম যাতে কেবল ট্র্যাকিং নয়, বরং সময়োপযোগী অনেক ফিচার থাকায় বাইকের নিরাপত্তা ও মেইনটেইনেন্স সহজে নিশ্চিত করা সম্ভব।
প্রথমেই গুরুত্বপূর্ণ একটা কথা সবার জেনে রাখা উচিৎ, বাংলাদেশে প্রচলিত বহু ট্র্যাকিং ডিভাইস বা সিস্টেমের অধিকাংশের ই কোন অনুমোদন নেই। এই ধরনের অনুনোমোদিত ডিভাইসগুলো বিক্রয় ও ব্যাবহার একদিকে যেমন আইনবিরোধী, অপরদিকে অনুমোদন না থাকায় সঠিক ট্র্যাকিং ও সিংহভাগ জরুরি পরিসেবা ব্যাবহার সম্ভব হয়ে ওঠে না।
সেইদিক বিবেচনা করলে দেখা যায় ট্রাকার্সবিডি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিটিআরসি অনুমোদিত। পাশাপাশি ট্রাকার্সবিডি বাংলাদেশ যানবাহন ট্র্যাকিং সার্ভিস প্রদানকারি সমিতির সদস্য ও বটে। তাই বলা যায় ট্রাকার্সবিডি নিরাপত্তার প্রশ্নে আপোষহীন বটে।
যেমনটা শুরুতেই বলা হয়েছে, ট্র্যাকার্সবিডি কেবল ট্র্যাকিং নয় বরং নিরাপত্তা ও মেইনটেইনেন্স এর সকল ফিচারস সহ একটি কমপ্লিট প্যাকেজ ডিভাইস। ট্র্যাকার্সবিডির যে সকল ফিচার সমূহ একে অন্যদের থেকে আলাদা ও সেরা করে তুলেছে তা হলো-
আইওএস/অ্যান্ড্রয়েড অ্যাপ দ্বারা কন্ট্রোল করা যায়, ২৪/৭ লাইভ ট্র্যাকিং সুবিধা, ওয়াইড রেঞ্জ, ভয়েস মনিটরিং, জিও ফেন্সিং, ট্রাফিক আপডেট এবং স্ট্রিট ভিউ, স্পিড মনিটরিং এবং হাই স্পিড এলার্ট, রিমোট ইঞ্জিন অফ এন্ড অন কন্ট্রোল, লো-ব্যাটারি প্রটেকশন, পুশ নোটিফিকেশন, লোকেশন শেয়ারিং, টোটাল রাইডিং হিস্টোরি, ইঞ্জিন হেলথ স্ট্যাটাস, ডাটা ব্যাকাপ এবং আরো অনেক কিছু যা প্রতিনিয়ত আপডেট হচ্ছে।
বাইক ও বাইকিং রিলেটেড সকল এক্সেসরিজ এর নিয়মিত আপডেট পেতে বাইকবিডির সাথেই থাকুন।