টিভিএস মনসুন ক্যাশব্যাক অফার - জুলাই ২০২৫
This page was last updated on 07-Jul-2025 05:08pm , By Raihan Opu Bangla
টিভিএস মোটরসাইকেল বাংলাদেশ এই বর্ষা উপলক্ষ্যে তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসছে দারূণ এক অফার। এই বর্ষায় টিভিএস মোটরসাইকেল তাদের নির্দিষ্ট কিছু মোটরসাইকেল মডেলে দিচ্ছে ক্যাশব্যাক অফার।
টিভিএস মনসুন ক্যাশব্যাক অফার - জুলাই ২০২৫

এবারের বর্ষাকাল উপলক্ষ্যে টিভিএস নিয়ে এসেছে তাদের আকর্ষণীয় অফার। এই অফারে তারা দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর এই অফারটি দেয়া হচ্ছে তাদের সবচেয়ে জনপ্রিয় সিরিজ Apache RTR সিরিজে।
বাংলাদেশে নেকেড স্পোর্টস সিরিজে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল সিরিজ হচ্ছে Apache RTR সিরিজ। টিভিএস তাদের জনপ্রিয় দুটি মডেল TVS Apache RTR 160 4V ABS এবং TVS Apache RTR 160 4V Single Disc এ দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

অপর দিকে ১২৫সিসি সেগমেন্টে বর্তমানে জনপ্রিয় মডেল হচ্ছে TVS Raider 125। এই বাইকটি স্টাইল, ডিজাইন, লুকস এবং পারফর্মেন্স দিয়ে বাইকারদের মন জয় করে নিয়েছে। টিভিএস এই বাইকটিতে দিচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

এছাড়া টিভিএস তাদের TVS Apache RTR 160 2V বাইকটিতেও দিচ্ছে ৮,০০০ টাকার ক্যাশব্যাক। এই অফারটি চলবে পরবর্তি কোন ঘোষনা না দেয়া পর্যন্ত।
আর এই অফার এবং বিস্তারি জানতে আপনার কাছাকাছি টিভিএস অথোরাইজড মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং টিপস সকল কিছু বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
