রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে এ চলছে স্পেশাল এক্সেসরিজ অফার
This page was last updated on 27-Aug-2025 11:21am , By Raihan Opu Bangla
বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে রয়েল এনফিল্ড। গত বছর ইফাদ মোটরস লিমিটেড এর হাত ধরে বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয় পৃথিবীর এই বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড। লঞ্চ হবার আগে থেকেই বাংলাদেশের বাইকারদের মধ্যে রয়েল এনফিল্ড নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়।
বুলেট ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে এক্সেসরিজ ক্রয়ে ছাড়

বেশ আকর্ষণীয় দামে বাংলাদেশের বাজারে রয়েল এনফিল্ডের কয়েকটি মডেল লঞ্চ করা হয়। লঞ্চ হবার পর থেকে রয়েল এনফিল্ডের সব গুলো মডেল বাইকারদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। শুরুতে প্রি-বুকিং এ অনেক বেশি অর্ডার আসায় শুরুতে বাইক ডেলিভারি দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়।
যদিও পরবর্তিতে এটা অনেকাংশে কমে আসে। বর্তমানে রয়েল এনফিল্ডের সব মডেল এভেইলেবল আছে। এখন আপনি রয়েল এনফিল্ডের যেকোন মডেল সরাসরি ক্রয় করতে পারবেন।

রয়েল এনফিল্ড তাদের জনপ্রিয় মডেল বুলেট ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে মডেলটিতে দিচ্ছে আকর্ষণীয় অফার। এই স্পেশাল অফার গান মেটাল গ্রে এর সাথে ১০,০০০ হাজার টাকার মোটরসাইকেল এক্সেসরিজ থাকছে ছাড়।
এবার থেকে প্রতিটি বুলেট ক্ল্যাসিক ৩৫০ গান মেটাল গ্রে মোটরসাইকেলটির সাথে এক্সেসরিজ যেমন ব্যাক রেস্ট, ইঞ্জিন গার্ড, হেলমেট সহ ভিন্ন ভিন্ন এক্সেসরিজের সাথে থাকছে এই অফার। এছাড়া যারা প্রি-অর্ডার করেছেন তাদের ক্ষেত্রেও এই অফারটি প্রযোজ্য হবে।

এই অফারটি চলবে আগামী ৩১ অগাস্ট ২০২৫ পর্যন্ত। আর অফারটি পেতে আপনার কাছাকাছি রয়েল এনফিল্ড শোরুমে যোগাযোগ করুন। এছাড়া রয়েল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমেও যোগাযোগ করতে পারেন।
ফ্ল্যাগশিপ শোরুম লিংকঃ https://www.facebook.com/RoyalEnfieldBangladeshOfficial/
হটলাইন নাম্বারঃ ০১৭৫৫৬৪৭৫৭৬
