যশোরে টেইলজির নতুন শোরুম আর্থ ইন্টারন্যাশনাল

This page was last updated on 21-Jul-2025 10:34am , By Raihan Opu Bangla

বাংলাদেশে ইলেক্ট্রিক বাইক এবং স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশে অনেক গুলো ইলেক্ট্রিক স্কুটার এবং বাইক ব্র্যান্ড বাংলাদেশে তাদের স্কুটার লঞ্চ করেছে। আর এই ব্র্যান্ড গুলোর ভেতর অন্যতম ব্র্যান্ড হচ্ছে টেইলজি। 

tailg-new-showroom-jessor

টেইলজি নতুন শোরুম যশোর

সম্প্রতি যশোরে টেইলজি নতুন একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। আর্থ ইন্টারন্যাশনাল এর ব্যানারে নতুন এই শোরুমটি উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে যশোর সহ আশে পাশের বাইকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

Also Read: Electric Scooter Price In Bangladesh

টেইলজি হচ্ছে একটি চাইনিজ মোটরসাইকেল এবং স্কুটার ব্র্যান্ড। এই ব্র্যান্ডটির মুল মন্ত্র হচ্ছে পুরো বিশ্ব জুড়ে ইকো-ফ্রেন্ডলি যাতায়ত ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। সেই সাথে কম খরচ এবং ঝামেলাবিহীন একটা রাইডের নিশ্চয়তা প্রদান করা। 

tailg-new-showroom-jessor-earth-international

এই বছর বাংলাদেশে অফিশিয়ালি টেইলজি লঞ্চ করা হয়েছে। বাংলাদেশের অনেক জায়গাতেই টেইলজি এর অফিশিয়াল শোরুমও রয়েছে। 

বাইক এবং বাইকিং সম্পর্কিত সকল তথ্য খবর এবং টিউপসের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।