ভারতে হিরো গ্ল্যামার ১২৫ এর লঞ্চ হতে যাচ্ছে ১৯ আগস্ট ২০২৫ এ

This page was last updated on 17-Aug-2025 10:53pm , By Rafi Kabir

হিরো মোটোকর্প (Hero Motocorp) বিশ্বের অন্যতম বিখ্যাত দুই চাকার যানবাহন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ভারত থেকে যাত্রা শুরু করা এই ব্র্যান্ড আজ বাংলাদেশসহ বহু দেশে জনপ্রিয়। সাশ্রয়ী দাম, মাইলেজ ও নির্ভরযোগ্য ইঞ্জিনের জন্য হিরো বাইক প্রতিদিনের চলাচলের জন্য রাইডারদের কাছে বেশ জনপ্রিয়।


Hero MotoCorp তাদের নতুন Hero Glamour 125 বাইকের লঞ্চ ১৯ আগস্ট ২০২৫ এ নিশ্চিত করেছে। তাদের নতুন বাইকের মধ্যে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে লঞ্চের আগেই।


Hero Glamour 125 নতুন ফিচার

Hero Glamour 125 এ আশা করা হচ্ছে নতুন নতুন কিছু ফিচারস আনা হবে যেটা এই বাইকটিকে বাইকার এবং সবার কাছে আর্কষনীয় করে তুলবে অনেক। চলুন দেখা যাক কি কি নিয়ে আসতে পারেঃ

  1. বাইকে একটি সম্পূর্ণ নতুন Digital Instruments Cluster থাকবে, যা অনেকটা Karizma XMR এর মতো গ্রাফিক্সের হতে পারে। 
  2. Cluster এ “set speed” লেখা দেখা গেছে, এটা স্পষ্ট করে দিচ্ছে যে এই মডেলে Cruise Control থাকবে, যা এই সেগমেন্টের অন্য কোনো বাইকে সাধারণত নেই ।
  3. Spy Shot এ দেখা গেছে বাইকের টেইলসেকশন, টেইললাইট ও ইন্ডিকেটর Karizma XMR এর মতো স্টাইলে থাকতে পারে।

ইঞ্জিন ও মেকানিক্যাল ডিটেইলস


Hero Glamour 125 ইঞ্জিন এ রাখা হতে পারে পাওয়ার থাকে 10.68 BHP ও টর্ক 10.6 NM; গিয়ারবক্স 5 Speed।  সামনের দিকে থাকবে টেলিস্কোপিক ফর্ক(Telescopic fork), এবং পিছনে থাকবে ডুয়্যল শক অ্যাবসরবার(Dual shock absorbers) , যা আগের মতোই থাকতে পারে।


সম্ভাব্য দাম


Hero Glamour 125 এ Standard ও Xtec—এই দুই ভ্যারিয়েন্টের Delhi জেন্সিস এক্স শোরুম দাম যথাক্রমে প্রায় ₹87,000 এবং ₹90,498 রুপি ধারনা করা হচ্ছে। নতুন ফিচারগুলো যুক্ত হওয়ায় দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে