বাজাজ সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা

This page was last updated on 18-Aug-2025 12:11pm , By Arif Raihan Opu

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে উত্তরা মোটরস লিমিটেড। বাজাজ বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য আয়োজন করতে যাচ্ছে “বাজাজ সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা”।

বাজাজ সার্ভিস ক্যাম্পেইন

বাজাজ সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা


বাজাজ বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। কমিউটার সেগমেন্টে বিশেষ ভাবে বাজাজ অনেক বেশি জনপ্রিয় এবং এই কমিউটার সেগমেন্টের জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাজাজের কমিউটার সেগমেন্টের মডেল বাজাজ প্লাটিনা। 

Also Read: Bajaj V12 Price in BD

আগামী ১১ই জুন থেকে ১৩ই জুন ২০২২ তারিখ পর্যন্ত বাজাজ তাদের কাস্টোমারদের জন্য আয়োজন করতে যাচ্ছে “বাজাজ সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা”। এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে ১২৪, উত্তর সেগুনবাগিচা, তেজগাও, ঢাকা। 

এই ক্যাম্পেইন উপলক্ষ্যে বাজাজ তাদের কাস্টোমারদের জন্য দিচ্ছে কিছু অফার। এই অফার গুলোর ভেতর রয়েছে পার্টসের উপর ডিস্কাউন্ট, লুব্রিক্যান্টের উপর ডিস্কাউন্ট, সহ অন্যান্য উপহার। 

Also Read: দাম কমলো বাজাজের তিনটি মোটরসাইকেল এর

অফারসমূহ:

  • মোটরসাইকেল এর ফ্রি ডায়াগনোসিস ও চেক-আপ (ওয়াশ ব্যতীত)
  • বাজাজ জেনুইন স্পেয়ার পার্টসে ১০% ছাড় (লুব্রিক্যান্ট ব্যতীত)
  • লেবার চার্জে ৫০% ছাড়
  • ইঞ্জিন ওভারহলিং ক্যাম্পে অ্যাডভান্সড বুকিং (যদি প্রয়োজন হয়)
  • গ্রাহকদের জন্য থাকছে গিফট ও স্ন্যাকস এর ব্যবস্থা;  অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা পিরিয়ডিক মেইনটেনেন্স ও সেফটি ট্রেইনিং প্রদান
  • গ্রাহকদের জন্য আরও থাকছে ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা

Also Read: Bajaj “Pulsar Stunt Mania” শুরু হচ্ছে বাংলাদেশে

এই অফার গুলো ছাড়াও বাজাজ তাদের কাস্টোমারদের আরও অফার দিচ্ছে। তার ভেতর অন্যতম অফার হচ্ছে এক্সচেঞ্জ অফার। আপনি আপনার যেকোন মডেল ও ব্র্যান্ডের বাইক বাজাজ মোটরসাইকেলের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। 

বাজাজের বাইক গুলো দেখতে এবং এর সম্পর্কে আরও জানতে আপনি আপনার নিকটস্থ বাজাজ শোরুমে যোগাযোগ করুন। 

বাজাজ তাদের মোটরসাইকেল দিচ্ছি কিস্তি সুবিধা। আপনি আপনার পছন্দের বাজাজ বাইক ক্রয় করতে পারবেন ঋণ সহায়তার মাধ্যমে। বাজাজ তাদের বাইকে ৮০% পর্যন্ত ৩৬ মাসের কিস্তি সুবিধা দিচ্ছে।

বাজাজ সার্ভিস ক্যাম্পেইন

বাজাজ সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা এর সার্বিক সহযোগিতায় আছে সোয়াপ, সিটি ব্যাংক, এবং যায়নেক্স হেলথ কেয়ার। 

এই মাসেই আয়োজিত হতে যাচ্ছে ৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২২। ঢাকা বাইক শো এর আগেই এই মেলায় বাজাজ ব্যবহারকারীদের জন্য সুবর্ণ সুযোগ তাদের বাইক গুলো সার্ভিস করিয়ে নেয়ার।

Also Read: Bajaj Pulsar 200NS (2015) Price in BD

এছাড়া আপনি চাইলে আপনার পছন্দের বাজাজ বাইকটি কিস্তির মাধ্যমে ক্রয় করতে পারবেন, সেই সাথে চাইলে আপনি আপনার পুরাতন বাইকের সাথে নতুন বাইক এক্সচেঞ্জ করে নিতে পারবেন। 

আমরা জানতে পেরেছি বাজাজ ঢাকা বাইক শোতে অংশ গ্রহণ করতে যাচ্ছে। আর বাজাজ তাদের কাস্টোমারদের জন্য কি নিয়ে হাজির হয় সেটাই দেখার বিষয়। আমরা আশা করছি বাজাজ তাদের কাস্টোমারদের জন্য বেশ ভাল একটি সারপ্রাইজ নিয়ে হাজির হবে। ধন্যবাদ।