ঈদ উল আযহা এর এই অফারে বাজাজ দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার
This page was last updated on 07-Jan-2025 02:33pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি গুলোর মধ্যে অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে বাজাজ মোটরসাইকেল। ঈদ উল আযহা উপলক্ষ্যে বাজাজ বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক ক্যাশব্যাক অফার।
ঈদ উল আযহা ক্যাশব্যাক অফার
Also Read: Bajaj Platina 100 price in BD
উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ঈদ উল আযহা এর এই অফারে বাজাজ দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
অফার প্রাইস:
- পালসার এন১৬০ এফআই ডিসি এবিএস - ২,৫৯,৯০০ টাকা (পূর্ব মূল্য ২,৬৯,৯০০ টাকা)
- বাজাজ ডিসকাভার ১১০ ডিস্ক - ১,৪৬,০০০ টাকা (পূর্ব মূল্য ১,৪৯,০০০ টাকা)
- পালসার ১৫০ সিঙ্গেল ডিস্ক - ১,৮৯,৭৫০ টাকা (পূর্ব মূল্য ১,৯৫,৭৫০ টাকা)
- পালসার ১৫০ টুইন ডিস্ক এবিএস - ২,২৫,০০০ টাকা (পূর্ব মূল্য ২,৩২,৫০০ টাকা)
- পালসার এন২৫০ এফআই ডিসি এবিএস - ৩,২৯,৯৯৯ টাকা (পূর্ব মূল্য ৩,৩৯,৯৯৯ টাকা)
বাজাজ পালসার মডেলটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল মডেল। বাংলাদেশে লঞ্চ হবার পর থেকেই এই মডেলটি বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অন্যতম মোটরসাইকেল মডেল।
১৫০/১৬০সিসি সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে বাজাজ পালসার। এছাড়া নেকেড স্পোর্টস সেগমেন্টেও এই মডেলের জনপ্রিয়তা অনেক বেশি।
বাংলাদেশের প্রথম উচ্চ সিসির মোটরসাইকেল এবং নেকেড স্পোর্টস সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Bajaj Pulsar N250। এই বাইকটিতে বাজাজ দিচ্ছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক।
এছাড়া এন২৫০ এর আগে বাজাজ বাংলাদেশে লঞ্চ করেছে এর ছোট ভার্সন বাজাজ পালসার এন১৬০। এই বাইকটিতে বাজাজ দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা ছাড়।
পালসার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মডেল। এই মডেলের ১৫০ সিসি সেগমেন্টের বাইক গুলো বেশ জনপ্রিয়। বাজাজ এই মডেলের টুইন ডিস্ক বাইকটিতে দিচ্ছে ৭৫০০ টাকা এবং সিঙ্গেল ডিস্ক মডেলটিতে দেয়া হচ্ছে ৬০০০ টাকার ক্যাশব্যাক।
Also Read: Bajaj Bike Showroom In Chuadanga: Anwar Bajaj(Thana Road)
এই ঈদে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেলটি ক্রয় করার জন্য আপনার কাছাকাছি বাজাজ মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। এই অফারটি সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেলের দাম, মোটরসাইকেল ব্র্যান্ড সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।