বাজাজ বাংলাদেশে লঞ্চ করেছে Pulsar 150 Twin Disc ABS!
This page was last updated on 28-Jul-2024 08:28am , By Raihan Opu Bangla
উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Bajaj Pulsar 150 Twin Disc ABS এবং বাইকটির দাম ধরা হয়েছে ১,৯৬,৯০০/- টাকা। এই বাইকটি বাজাজ লাইন আপের তৃতীয় এবিএস সংযুক্ত বাইক, এর আগে Bajaj Pulsar NS160 ABS & Bajaj Avenger Street ABS দেয়া হয়েছে।
বাজাজ বাংলাদেশে লঞ্চ করেছে Pulsar 150 Twin Disc ABS!
Bajaj Pulsar 150 বাইকটি বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি সেল হওয়া বাইকের মধ্যে অন্যতম মোটরসাইকেল। এক দশকেরও বেশি সময় ধরে পালসার বাইকটির ছোটখাটো পরিবর্তন ছাড়া তেমন কোন পরিবর্তন আনা হয়নি। তবে বাংলাদেশের বাইকাররা এখনও বাইকটিকে পছন্দ করেন।
নতুন এই বাইকটিতে দেয়া হয়েছে ১৫০সিসি এয়ার কুলিং ইঞ্জিনের সাথে DTS-i প্রযুক্তি। এই ইঞ্জিন থেকে 13.8 BHP @ 8000 RPM & 13.4 NM of Torque @ 6000 RPM পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে।
Click To Know Bajaj Pulsar 150 Twin Disc ABS Price In Bangladesh
পালসার এর পুরাতন এর সাথে তুলনা করলে এই নতুন Bajaj Pulsar 150 Twin Disc ABS বাইকটিতে দেয়া হয়েছে ২৬০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক ও সেই সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। পেছনের দিকে দেয়া হয়েছে ২৩০মিমি ডিস্ক ব্রেক। সামনের দিকে দেয়া হয়েছে ৯০ সেকশন টায়ার এবং রেয়ারে দেয়া হয়েছে ১২০ সেকশন টায়ার।
Bajaj Pulsar 150 Twin Disc In Bangladesh
বাইকটিকে স্পোর্টি এবং হ্যান্ডেলিং আর সুন্দর করার জন্য বাজাজ যুক্ত করেছে ১৩৪৫মিমি হুইলবেস, রেয়ার নাইট্রোক্স শক অবজারভার এর সাথে টুইন সাসপেনশন, এবং ফ্রন্ট সাসপেনশন রয়েছে টেলিস্কোপিক। বর্তমানে বাইকটির ওজন ১৪৪ কেজি এবং এতে ১৫ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায়।
Bajaj Pulsar Twin Disc এর সাথে কোন ধরনের মেকানিক্যাল বা প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়নি। শুধু মাত্র তারা সামনের দিকে সিঙ্গেল চ্যানেল এবিএস যুক্ত করেছে। এছাড়া তারা কোন ধরনের কালার অপশন রাখেনি মানে হচ্ছে কালার অপশন আগের গুলোই রয়েছে।
Pulsar 150 সিরিজের তিনটি মডেল রয়েছে। Pulsar 150 Twin Disc ABS বাইকটির সাথে তাদের দুটি মডেল হচ্ছে একটি টুইন ডিস্ক যার দাম হচ্ছে ১,৮০,৯০০/- টাকা এবং অপরটি হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক ১,৬৯,৯০০/- টাকা।
কিছু দিন আগেই বাজাজ বাংলাদেশে লঞ্চ করেছে Bajaj Pulsar NS160 ABS Refresh। গত ২০ বছর ধরে সেলস এর দিক থেকে বাংলাদেশে নাম্বার ১ ব্র্যান্ড বলেই ধরা যায়। নতুন Pulsar 150 Twin Disc ABS বাজাজের সকল অথোরাইজড ডিলার পয়েন্ট থেকে ক্রয় করা যাবে। ধন্যবাদ।