বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল হুয়াইহাই ইলেক্ট্রিক স্কুটার

This page was last updated on 29-Apr-2025 04:28pm , By Raihan Opu Bangla

বাংলাদেশের বাজারে বর্তমানে ইলেক্ট্রিক যানবাহনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। সম্প্রতি বাংলাদেশে ইলেক্ট্রিক স্কুটার এর নতুন একটি ব্র্যান্ড লঞ্চ হয়েছে। নতুন এই ব্র্যান্ডটি হচ্ছে হুয়াইহাই ইলেক্ট্রিক স্কুটার।

বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল হুয়াইহাই ইলেক্ট্রিক স্কুটার

huaihai-launched-in-bd

ন্যামস মোটরস লিমিটেড বাংলাদেশে হুয়াইহাই এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশে অফিশিয়ালি যাত্রা শুরু করেছে হুয়াইহাই ইলেক্ট্রিক স্কুটার। 

রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে হুয়াইহাইয়ের ফ্ল্যাগশিপ শোরুমে লঞ্চিং অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।  

huaihai-launched-in-bd-launching-event

ন্যামস মোটরস লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মোকাম্মেল হোসেন ইভান বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রথম ব্যাচের স্কুটার অ্যাসেম্বল ও টেস্টিং সম্পন্ন করেছি। আমরা ভোক্তাদের এমন একটি প্রোডাক্ট দিতে চাই যা দীর্ঘস্থায়ী ও গুণগতমানসম্পন্ন।’

Also Read: Electric Bike Price In Bangladesh

তিনি আরও বলেন, হুয়াইহাই স্কুটার গুলোতে ব্যবহৃত হচ্ছে গ্রাফিন ও লিথিয়াম ব্যাটারির প্রযুক্তি, যা পারফরম্যান্সে শক্তিশালী, দীর্ঘস্থায়ী লাইফ এবং বিদ্যুৎ-সাশ্রয়ী।

huaihai-officially-launching-event-bangladesh

এছাড়াও, ভোক্তাদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ন্যামস্ মোটরস্ লিমিটেড সারা দেশে ডিলার ও সার্ভিস পয়েন্টের নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে।